আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইফতেখারের সেঞ্চুরির পরও বড় সংগ্রহ নেই ইমার্জিংয়ের

স্পোর্টস রিপোর্টার
ইফতেখারের সেঞ্চুরির পরও বড় সংগ্রহ নেই ইমার্জিংয়ের

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনে বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ ইমার্জিং দল। ইফতেখার ইফতির সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ৭ উইকেটে ২৪২ রান।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ৫৮ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এই ৫৮ রানের মধ্যে ৪১ রানই আসে ইফতেখার হোসেন ইফতির ব্যাটে। দলের এমন বিপর্যয়ে দারুণ ব্যাটিং করে যাওয়া ইফতি ৬ষ্ঠ উইকেটে মঈন খানকে নিয়ে গড়েন ১৭৯ রানের জুটি।

তাতে প্রাথমিক বিপর্যয় সামলে বড় সংগ্রহের আশা দেখে ইমার্জিং দল। তবে ইফতি ১০৯ ও মঈন ৯১ রানে ফিরলে আর সেই আশা পূরণ হয়নি। বাংলাদেশ দল প্রথম দিন শেষ করে ৭ উইকেটে ২৪২ রানে। প্রথম দিনশেষে অপরাজিত আছেন রিপন মন্ডল (০) ও রাকিবুল হাসান (২)।

ইফতি-মঈন জুটির দাপটের আগে মিরপুরে দিনের শুরুতে বল হাতে দাপুটে ছিলেন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বোলাররা। বিশেষ করে দাপট দেখান আন্দিলে মোকগাকেন। ২০ রানে তিন উইকেট নেওয়া এই বোলার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, শাহাদাত হোসেন দিপু ও আরিফুল ইসলামকে প্যাভিলিয়নে মোকগাকেনের পাশাপাশি দিয়ান ফোরেস্টে ও নিয়ান তুলি দুইটি করে উইকেট নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন