
স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনে বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ ইমার্জিং দল। ইফতেখার ইফতির সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ৭ উইকেটে ২৪২ রান।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ৫৮ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এই ৫৮ রানের মধ্যে ৪১ রানই আসে ইফতেখার হোসেন ইফতির ব্যাটে। দলের এমন বিপর্যয়ে দারুণ ব্যাটিং করে যাওয়া ইফতি ৬ষ্ঠ উইকেটে মঈন খানকে নিয়ে গড়েন ১৭৯ রানের জুটি।
তাতে প্রাথমিক বিপর্যয় সামলে বড় সংগ্রহের আশা দেখে ইমার্জিং দল। তবে ইফতি ১০৯ ও মঈন ৯১ রানে ফিরলে আর সেই আশা পূরণ হয়নি। বাংলাদেশ দল প্রথম দিন শেষ করে ৭ উইকেটে ২৪২ রানে। প্রথম দিনশেষে অপরাজিত আছেন রিপন মন্ডল (০) ও রাকিবুল হাসান (২)।
ইফতি-মঈন জুটির দাপটের আগে মিরপুরে দিনের শুরুতে বল হাতে দাপুটে ছিলেন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বোলাররা। বিশেষ করে দাপট দেখান আন্দিলে মোকগাকেন। ২০ রানে তিন উইকেট নেওয়া এই বোলার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, শাহাদাত হোসেন দিপু ও আরিফুল ইসলামকে প্যাভিলিয়নে মোকগাকেনের পাশাপাশি দিয়ান ফোরেস্টে ও নিয়ান তুলি দুইটি করে উইকেট নেন।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনে বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ ইমার্জিং দল। ইফতেখার ইফতির সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ৭ উইকেটে ২৪২ রান।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ৫৮ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এই ৫৮ রানের মধ্যে ৪১ রানই আসে ইফতেখার হোসেন ইফতির ব্যাটে। দলের এমন বিপর্যয়ে দারুণ ব্যাটিং করে যাওয়া ইফতি ৬ষ্ঠ উইকেটে মঈন খানকে নিয়ে গড়েন ১৭৯ রানের জুটি।
তাতে প্রাথমিক বিপর্যয় সামলে বড় সংগ্রহের আশা দেখে ইমার্জিং দল। তবে ইফতি ১০৯ ও মঈন ৯১ রানে ফিরলে আর সেই আশা পূরণ হয়নি। বাংলাদেশ দল প্রথম দিন শেষ করে ৭ উইকেটে ২৪২ রানে। প্রথম দিনশেষে অপরাজিত আছেন রিপন মন্ডল (০) ও রাকিবুল হাসান (২)।
ইফতি-মঈন জুটির দাপটের আগে মিরপুরে দিনের শুরুতে বল হাতে দাপুটে ছিলেন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বোলাররা। বিশেষ করে দাপট দেখান আন্দিলে মোকগাকেন। ২০ রানে তিন উইকেট নেওয়া এই বোলার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, শাহাদাত হোসেন দিপু ও আরিফুল ইসলামকে প্যাভিলিয়নে মোকগাকেনের পাশাপাশি দিয়ান ফোরেস্টে ও নিয়ান তুলি দুইটি করে উইকেট নেন।

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। টানা চার সিরিজ পর ঘুরে দাঁড়ালেও অবশ্য র্যাঙ্কিংয়ে কোনও উন্নতি হয়নি টাইগারদের। ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্য অর্জন আরও কঠিন হয়ে গেল।
২ ঘণ্টা আগে
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসবে হবে নারী এশিয়ান কাপের আসর। বাছাই পর্বের বৈতরণী পেরিয়ে প্রথমবারের মতো এ টুর্নামেন্টের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। এরই মধ্যে এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে নারী ফুটবল দল।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ২৯৬। ওয়েস্ট ইন্ডিজ ১১৭। এই ব্যবধানেই লেখা ম্যাচের চিত্র। পুরোপুরি একপেশে কায়দায় সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ জিতল বাংলাদেশ। সেই সঙ্গে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজের ট্রফি জয়ের মিশন সম্পন্ন।
৭ ঘণ্টা আগে