আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফ্রিকার শ্রেষ্ঠত্বে শেষ ষোলোর লড়াই

স্পোর্টস ডেস্ক

আফ্রিকার শ্রেষ্ঠত্বে শেষ ষোলোর লড়াই

আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। এবার শুরু শেষ ষোলোর লড়াই। নকআউটের এই লড়াইয়ে প্রথম দল হিসেবে নাম লিখিয়েছিল মোহামেদ সালাহর মিসর, শেষ দল হিসেবে উত্তীর্ণ হয়েছে মোজাম্বিক। এবার শুরু সেরা আটে তথা কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। ৩ জানুয়ারি শুরু শেষ ষোলোর মহারণ শুরু হয়ে চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।

শেষদিনে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্যাবন-আইভরি কোস্ট। একই রাতে গ্রুপের অপর ম্যাচে ক্যামেরুন খেলেছে মোজাম্বিকের বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট গ্যাবনকে হারিয়েছে ৩-২ গোলের ব্যবধানে। গ্যাবনের হয়ে দুটি গোল করেন গুইলর কাঙ্গা ও ডেনিস বুয়াঙ্গা। আইভরি কোস্টের হয়ে তিন গোলদাতা জ্যাঁ ফিলিপ ক্রাসো, ইভান গেসেদ ও বাজুমানা তুরে। তাতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে আইভরি কোস্ট। শেষ ষোলোতে তারা খেলবে বুরকিনা ফাসোর বিপক্ষে।

বিজ্ঞাপন

একই গ্রুপের অন্য ম্যাচে মোজাম্বিককে ২-১ গোলে হারিয়েছে ক্যামেরুন। গোল ব্যবধানে পিছিয়ে তারা গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে পা রেখেছে। ক্যামেরুন শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পেল দক্ষিণ আফ্রিকাকে। মোজাম্বিক ৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের তৃতীয় দল। তৃতীয় স্থান অধিকারী সেরা চার দলের একটি হয়ে শেষ ষোলোয় উঠেছে মোজাম্বিক। এছাড়া ‘ই’ গ্রুপের ম্যাচে ইকুয়েটরিয়াল গিনিকে ৩-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন আলজেরিয়া শেষ ষোলোতে খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে।

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা-ক্যামেরুনের ম্যাচ দিয়ে শুরু হবে শেষ ষোলো। এরপর আইভরি কোস্ট-বুরকিনা ফাসো শেষ ষোলোর ম্যাচ মারাক্কেশে হবে ৬ জানুয়ারি। দুদিন বিরতি দিয়ে ৯ জানুয়ারি শুরু হবে কোয়ার্টার ফাইনাল। ৯-১০ জানুয়ারি হয়ে যাবে শেষ আটের চারটি ম্যাচ। সেমিফাইনাল দুটিই হবে ১৪ জানুয়ারি। ১৭ জানুয়ারি হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ফাইনাল ১৮ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

শেষ ষোলোর লাইনআপ

সেনেগাল-সুদান

মালি-তিউনিসিয়া

মরক্কো-তানজানিয়া

দক্ষিণ আফ্রিকা-ক্যামেরুন

মিসর-বেনিন

নাইজেরিয়া-মোজাম্বিক

আলজেরিয়া-ডিআর কঙ্গো

আইভরি কোস্ট-বুরকিনা ফাসো

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...