আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পদত্যাগ করতে চাননি ফাহিম: ফারুক

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

পদত্যাগ করতে চাননি ফাহিম: ফারুক

বিপিএলের সিলেট পর্ব শুরুর আগের দিন দুপুরে সিলেটে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি মাঠে আসার আগেই খবর চাউর হয় বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে চান নাজমুল আবেদিন ফাহিম। বেসরকারি এক টিভি চ্যানেল জানায়, ফারুক আহমেদ তার সঙ্গে দূর্ব্যবহার করেছেন। এই কারণে ফাহিম পদত্যাগ করতে চান। এমন কী সেখানে দেওয়া সাক্ষাতকারেও দূর্ব্যবহারের বিষয়টি স্বীকার করে নেন তিনি। তবে পদত্যাগ করতে চান এমন কোনো কথা সরাসরি বলেননি। জানান, কাজ করতে না পারলে বিসিবির বাইরে থাকাই ভালো।

আজ রবিবার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আসেন ফারুক আহমেদ। সিলেটে এসে পুরো স্টেডিয়াম ঘুরে দেখার পাশাপাশি উইকেটও দেখেন তিনি। এরপরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে উঠে আসে ফাহিমের পদত্যাগ করতে চাওয়ার প্রসঙ্গ।

বিজ্ঞাপন

সেখানে ফারুক আহমেদ বলেন, ‘পদত্যাগ করতে চায়নি। বলেছে কাজ করা কঠিন। পদত্যাগ করতে চায় এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। যমুনা টিভির সাথে আমি কথা বলেছি। ফাহিম ভাই আমার সাথে ছিল।’

তবে দূর্ব্যবহার করেছেন এমন ব্যাপারটাও পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানান, প্রেসিডেন্ট বক্সে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে অনিচ্ছাকৃতভাবে এটা হতে পারে। তার কথায়, ‘টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। সব মিলে দিনটা আমার সেরা দিন ছিল না। তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি হয়ত আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিৎ।’ তিনি আরও বলেন, ‘ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমারও সিনিয়র প্লেয়ার। আমার অনেক সিনিয়র। সেদিক বিবেচনা করে উনি হয়ত মনঃক্ষুণ্ণ হয়েছেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন