মালয়েশিয়ায় ফুটসাল ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২: ২৩
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ১৬

প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসালের বাছাই পর্বে খেলছে বাংলাদেশ। বাছাই পর্বে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ২০ সেপ্টেম্বর থেকে এই গ্রুপের ম্যাচগুলো হবে মালয়েশিয়ায়। তাই মালয়েশিয়ায় আগে-ভাগে গিয়ে ফুটসালের ক্যাম্প গড়ছে বাংলাদেশ। আগামীকাল ৭ সেপ্টেম্বর ফুটসাল দল মালয়েশিয়ার বিমান ধরবে।

বিজ্ঞাপন

বাফুফে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানান, ‘ঢাকায় ফুটসাল অবকাঠামো ও অনুশীলন সুবিধা কম। তাই মালয়েশিয়ার কুয়ালামপুরে ৮-১৭ সেপ্টেম্বর আমাদের ক্যাম্প হবে। মালয়েশিয়ায় বিভিন্ন ক্লাব ও দলের সঙ্গে ৩-৪ টি ম্যাচ খেলব আমরা।’ বাংলাদেশ ফুটসাল দলের দায়িত্ব নিয়েছেন ইরানি কোচ খোদারাহমি। তিনি জানান, ‘ফুটসালে বাংলাদেশ মাত্র যাত্রা শুরু করল। ইরান এশিয়া চ্যাম্পিয়ন। আরব আমিরাত চীনে প্রস্তুতি নিচ্ছে। আর মালয়েশিয়াও ভালো দল। আমি খেলোয়াড়দের প্রতি সমর্থন চাই।’

১৪ জনের ফুটসাল চূড়ান্ত হয়েছে। এখান থেকে তিনজন বাদ পড়বেন। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ইনতিসার মোস্তফা বলেন, ‘আমরা প্রথমবার আন্তর্জাতিক ফুটসাল খেলতে যাচ্ছি। ফুটবলের সঙ্গে ফুটসালের অনেক ভিন্নতা আছে। এই অভিজ্ঞতা আমাদের পরবর্তী সময়ে পথ চলতে সাহায্য করবে। এই টুর্নামেন্টেও আমরা নিজেদের সেরাটা দেব।’ বাছাই পর্বের আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ আগামী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত