একাদশে তিন পরিবর্তন

সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ মে ২০২৫, ২০: ২৯
আপডেট : ২১ মে ২০২৫, ২০: ৪১
ফাইল ছবি

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিক দলের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।

তিন পরিবর্তন নিয়ে শেষ টি-টোয়েন্টিতে খেলতে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম ও নাহিদ রানা। একাদশে ফেরানো হয়েছে পারভেজ হোসেন ইমন, মাহেদি হাসান ও হাসান মাহমুদকে।

বিজ্ঞাপন

২৭ রানের জয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। যদিও নাটকীয়তার পর দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে হেরে যায় লিটনরা। তাই আজকের ম্যাচটি দুই দলের জন্য অলিখিত ফাইনাল।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

আরব আমিরাত: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), জোহাইব খান, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাসার, মতিউল্লাহ খান, হায়দার আলী, সাগির খান, ইথান কার্ল ডি সুজা ও আকিফ রাজা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত