আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

র‌্যাংকিংয়ে লিটন-মিরাজদের অবনতি

স্পোর্টস ডেস্ক

র‌্যাংকিংয়ে লিটন-মিরাজদের অবনতি
মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস

এশিয়া কাপের আগে খবর পেয়েছেন বাংলাদেশের চার ব্যাটসম্যান। ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে লিটন কুমার দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিমের। তারা সবাই দুই ধাপ করে নিচে নেমে গেছেন।

বিজ্ঞাপন


মিরাজ আগে ছিলেন ৭০তম স্থানে। দুই ধাপ পিছিয়ে ৪৬২ রেটিং পয়েন্ট নিয়ে ৭২ নম্বরে নেমে গেছেন এই তারকা অলরাউন্ডার। তার সঙ্গে ৪৪৬ রেটিং পয়েন্ট সংগ্রহ নিয়ে ৭৯ নম্বরে লিটন, ৪৩৭ রেটিং পয়েন্ট জমিয়ে ৮৭ নম্বরে রয়েছেন সৌম্য। তানজিদ হাসান তামিমের পুঁজিও সমান পয়েন্ট। র‌্যাংকিংয়ে তার অবস্থানও সৌম্যর সমান।


দেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে অবস্থান করছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তার সঙ্গে ১০০ ব্যাটসম্যানের মধ্যে রয়েছেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...