
স্পোর্টস রিপোর্টার

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার থেকে আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতা খেলা শুরু হয়েছে। এদিন কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে ভারতের কাছে ১৫৩-১৫১ স্কোরে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরে রৌপ্য পদক পেয়েছে স্বাগতিকরা । বাংলাদেশের হয়ে খেলেন বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি। ভারতের হয়ে লড়েছেন দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটি।
এশিয়ান আরচারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেল বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে বাংলাদেশের রৌপ্য হলো দুটি। ২০২১ সালের এশিয়ান রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে প্রথম রৌপ্য পদক পেয়েছিল বাংলাদেশ। সব মিলে এশিয়ান আরচারিতে বাংলাদেশের পদক হলো ৪টি। ২০২১ সালে জেতা তিন পদকের মধ্যে ছিল রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগের ব্রোঞ্জ।
পদক জয়ের পর বাংলাদেশের আরচার বন্যা আক্তার বলেন, ‘এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। আসলে আমরা চেষ্টা করেছি, এখানে ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্যে আজ আমাদের পাশে ছিল না। শুরুতে আমরা একটু খারাপ করেছি, পরে চেষ্টা করলেও পারিনি।’ হিমু বাছাড় বলেন, ‘এই প্রথম আমি এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে খেললাম। আমি আসলে ওইরকম নার্ভাস ছিলাম না। আমার অভিজ্ঞতা একটু কম, শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে। তবে এশিয়ান আরচারিতে আমরা এই প্রথম দেশকে পদক এনে দিতে পারলাম, এটা আমাদের সামনের পথ চলায় আত্মবিশ্বাস যোগাবে।’
অন্যদিকে, কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ১৫৬-১৫৫ স্কোরে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে চমক দেখিয়েছে কাজাখস্তান। স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে তারা জমজমাট লড়াইয়ের পর ভারতকে হারিয়ে দিয়েছে ২৩০-২২৯ স্কোরে (৫৭-৫৬, ৫৬-৫৮, ৫৮-৫৮, ৫৯-৫৭)। কাজাখস্তানের হয়ে ফাইনালে খেলেন মির্জামেতোভ বুনিয়ুদ, মুসা দিলমুখামেত ও তাইতাইয়ুন আন্দ্রে। এই ইভেন্টে থাইল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। ২৩৫-২৩৫ সমতার পর টাইব্রেকারে তিন তীর ছোঁড়ার লড়াইয়ে ৩০-২৯ স্কোরে জিতে কোরিয়া।
কম্পাউন্ড নারী দলগত বিভাগের স্বর্ণ জিতেছে ভারত। ফাইনালে ২৩৬-২৩৪ স্কোরে (৫৯-৫৯, ৫৯-৫৮-৫৯-৫৯, ৫৮-৫৯) স্কোরে জিতেছে তারা। ভারতের হয়ে খেলেন দ্বীপশিক্ষা, প্রাদীপ প্রিথিকা ও ভেন্নাম জ্যোতি। এই ইভেন্টের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ২২৭-২২৪ স্কোরে হারিয়েছিল ইরান।

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার থেকে আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতা খেলা শুরু হয়েছে। এদিন কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে ভারতের কাছে ১৫৩-১৫১ স্কোরে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরে রৌপ্য পদক পেয়েছে স্বাগতিকরা । বাংলাদেশের হয়ে খেলেন বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি। ভারতের হয়ে লড়েছেন দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটি।
এশিয়ান আরচারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেল বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে বাংলাদেশের রৌপ্য হলো দুটি। ২০২১ সালের এশিয়ান রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে প্রথম রৌপ্য পদক পেয়েছিল বাংলাদেশ। সব মিলে এশিয়ান আরচারিতে বাংলাদেশের পদক হলো ৪টি। ২০২১ সালে জেতা তিন পদকের মধ্যে ছিল রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগের ব্রোঞ্জ।
পদক জয়ের পর বাংলাদেশের আরচার বন্যা আক্তার বলেন, ‘এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। আসলে আমরা চেষ্টা করেছি, এখানে ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্যে আজ আমাদের পাশে ছিল না। শুরুতে আমরা একটু খারাপ করেছি, পরে চেষ্টা করলেও পারিনি।’ হিমু বাছাড় বলেন, ‘এই প্রথম আমি এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে খেললাম। আমি আসলে ওইরকম নার্ভাস ছিলাম না। আমার অভিজ্ঞতা একটু কম, শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে। তবে এশিয়ান আরচারিতে আমরা এই প্রথম দেশকে পদক এনে দিতে পারলাম, এটা আমাদের সামনের পথ চলায় আত্মবিশ্বাস যোগাবে।’
অন্যদিকে, কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ১৫৬-১৫৫ স্কোরে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে চমক দেখিয়েছে কাজাখস্তান। স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে তারা জমজমাট লড়াইয়ের পর ভারতকে হারিয়ে দিয়েছে ২৩০-২২৯ স্কোরে (৫৭-৫৬, ৫৬-৫৮, ৫৮-৫৮, ৫৯-৫৭)। কাজাখস্তানের হয়ে ফাইনালে খেলেন মির্জামেতোভ বুনিয়ুদ, মুসা দিলমুখামেত ও তাইতাইয়ুন আন্দ্রে। এই ইভেন্টে থাইল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। ২৩৫-২৩৫ সমতার পর টাইব্রেকারে তিন তীর ছোঁড়ার লড়াইয়ে ৩০-২৯ স্কোরে জিতে কোরিয়া।
কম্পাউন্ড নারী দলগত বিভাগের স্বর্ণ জিতেছে ভারত। ফাইনালে ২৩৬-২৩৪ স্কোরে (৫৯-৫৯, ৫৯-৫৮-৫৯-৫৯, ৫৮-৫৯) স্কোরে জিতেছে তারা। ভারতের হয়ে খেলেন দ্বীপশিক্ষা, প্রাদীপ প্রিথিকা ও ভেন্নাম জ্যোতি। এই ইভেন্টের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ২২৭-২২৪ স্কোরে হারিয়েছিল ইরান।

মাহমুদুল হাসান জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুণ সেঞ্চুরি। তাতে সিলেটে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তাতে লাল-সবুজের প্রতিনিধিদের লিড দাঁড়ায় ৩০১ রান। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
২ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজের অধিনায়কত্ব যুগের ‘দ্বিতীয়’ দফা শুরু করেন নাজমুল হোসেন শান্ত। সেই অধিনায়কত্বের শুভ সূচনাটা হলো সেঞ্চুরি দিয়ে। তৃতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামা শান্ত পেয়েছেন ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরির দেখা। অধিনায়ক হিসেবে এটি তার ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি।
৪ ঘণ্টা আগে
ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন দেশটিতে সফররত শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ কেউ দেশে ফেরার আবেদনও করেছেন। তবে খেলোয়াড় ও সহকারী স্টাফদের কড়া সতর্কবার্তা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৫ ঘণ্টা আগে
দিনের শুরুতে আশা ছিল ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করবেন মাহমুদুল হাসান জয়। আগের দিনের ১৬৯ রানের সঙ্গে আর মাত্র দুই যোগ করেই আউট হয়েছেন তিনি। তাতে ডাবল সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে প্যাভিলিয়নে ফেরেন। পরে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার মমিনুল হকও ফিরেছেন আগেভাগেই। তাতে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ
৬ ঘণ্টা আগে