আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্রিকেটে ফেরার কথা জানালেন তামিম

স্পোর্টস রিপোর্টার
ক্রিকেটে ফেরার কথা জানালেন তামিম

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন তামিম ইকবাল। ওই ঘটনার পর ক্রিকেটারদের দাবি-দাওয়া নিয়ে গতকাল প্রথমবার সংবাদমাধ্যমের সামনে আসেন তিনি। ক্রিকেটারদের দাবিদাওয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকের পর তিনি সেখানে ক্রিকেটাদের পক্ষ নিয়ে কথা বলেন। এরপরেই নিজের শারীরিক অবস্থার সবশেষ খবর জানান তিনি।

সেখানে তিনি বলেন, ‘আমি আলহামদুল্লিলাহ সুস্থ আছি।’ সুস্থ থাকার কথা জানানোর পর ক্রিকেটে ফেরার ব্যাপারেও ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। এ নিয়ে তামিম ইকবাল বলেন, ‘আশা করি, তিন মাস পর ফিরব মাঠে।’ তবে কোন ফরম্যাট বা কিংবা কিভাবে ক্রিকেটে ফিরবেন সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন