আইপিএলের ব্র্যান্ড মূল্য ৪৬ হাজার কোটি টাকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৩: ০০

বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ হিসেবে অনেক আগেই নিজেদের অবস্থান জানান দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চার-ছক্কার মতো অর্থের ঝনঝনানি থাকায় বিভিন্ন দেশের ক্রিকেটার ও সমর্থকদের নজরে থাকে টুর্নামেন্টটি। এমন দারুণ জনপ্রিয়তার কারণে দিনের পর দিন বেড়েছে আইপিএলে ব্র্যান্ড মূল্য।

আইপিএল নিয়ে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিয়ান লোকি ইনকরপোরেটেড। প্রতিবেদন অনুসারে, ১৩.৮ শতাংশ বেড়ে বর্তমানে আইপিএলের ব্র্যান্ড মূল্য ৩.৯ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৬ হাজার ৮০০ কোটি টাকা। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটির সামগ্রিক ব্যবসায়িক মূল্যও বেড়েছে বেশ। ১২.৯ শতাংশ বেড়ে এর মূল্য এখন ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার বা ২ লাখ ১৮ হাজার ৩০০ কোটি টাকা।

বিজ্ঞাপন

আইপিএলের সবশেষ আসরের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্র্যান্ড মূল্যে সবচেয়ে এগিয়ে আছে ফ্রাঞ্চাইজিটি। বেঙ্গালুরুর বর্তমান ব্র্যান্ড মূল্য ২৬৯ মিলিয়ন ডলার বা ৩ হাজার ২৭৯ কোটি ২৭ লাখ টাকা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত