তৃতীয় রাউন্ডে শিয়াটেক ও জভেরেভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ২১: ০০
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ২১: ১৬
ইগা শিয়াটেক

ইউএস ওপেনের চলমান আসরের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন ফেভারিট সব তারকা। ছেলেদের এককে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন র‍্যাংকিংয়ের এক নম্বর তারকা ইতালির ইয়ানিক সিনার। জার্মানির আলেক্সান্ডার জেভেরেভও দাপুটে জয়ে পা রেখেছেন তৃতীয় রাউন্ডে। মেয়েদের এককে জয় তুলে নিয়েছেন র‍্যাংকিংয়ের দুই নম্বর তারকা ইগা শিয়াটেক। একই সঙ্গে জয় পেয়েছেন জাপানের নাওমি ওসাকা ও যুক্তরাষ্ট্রের কোকো গাউফ।

এবারের আসরে সিনার খেলছেন নাম্বার ওয়ানের মতোই। দ্বিতীয় রাউন্ডে তার সামনে টিকতেই পারলেন না অস্ট্রেলিয়ার আলেক্সেই পপিরিন। মাত্র দুই ঘণ্টা এক মিনিটের লড়াইয়ে পপিরিনকে সরাসরি ৬-৩, ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন সিনার। এর আগে প্রথম রাউন্ডেও সরাসরি সেটে জেতেন ইতালিয়ান তারকা। তৃতীয় রাউন্ডে ২৭তম বাছাই কানাডার ডেনিস শাপোভালভার বিপক্ষে লড়বেন সিনার। ম্যাচ শেষে ২৪ বছর বয়সি সিনার বলেন, ‘খুব খুশি, এই ম্যাচগুলো আমি যতটা সম্ভব ভালোভাবে খেলতে পেরেছি। সার্ভের দিকে আরো মনোযোগ দিচ্ছি, বাকি সবকিছুই ঠিকঠাক হচ্ছে।’

বিজ্ঞাপন

এদিকে ২০২০ সালের আসরের ফাইনালিস্ট জেভেরেভও চলছেন নিজ গতিতে। তার সামনে সরাসরি ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে উড়ে গেলেন গ্রেট ব্রিটেনের জ্যাকব ফার্নলি। ২০১৮ সালের পর এ নিয়ে অষ্টমবারের মতো ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন জেভেরেভ। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ কানাডার ফেলিক্স আগার-অ্যালিয়াসিম।

মেয়েদের এককে নেদারল্যান্ডসের সুজান লামেন্সকে ৬-১, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন শিয়াটেক। প্রথম সেটে অনায়াস জয়ের পর দ্বিতীয় সেটে হেরে যান শিয়াটেক। অবশ্য তৃতীয় সেটে অভিজ্ঞতা কাজে লাগিয়ে অবাছাই লামেন্সকে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কাটেন পোলিশ তারকা। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ রাশিয়ার আন্না কালিন্সকায়া। ওসাকা ৬-৩, ৬-৩ গেমে হারান যুক্তরাষ্ট্রের হেইলি ব্যাপতিস্তেকে। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দারিয়া কাসাতকিনা। গাউফ ৬(৫)-৭(৭), ৬-২ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার ডোন্না ভেকিচকে। তৃতীয় রাউন্ডে গাউফের প্রতিপক্ষ পোল্যান্ডের মাগদেনাল ফ্রেচ।

বিষয়:

টেনিস

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত