আইটিএফ টেনিস

শিরোপা জিতে জারিফের ইতিহাস

রাজশাহী অফিস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০২: ৪০

বাংলাদেশের টেনিসে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তরুণ খেলোয়াড় জারিফ আবরার। রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের বালক এককে থাইল্যান্ডের টপসিড ওয়ান নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জারিফ। এই টুর্নামেন্টে একেক বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শিরোপা জিতলেন তিনি।

বিজ্ঞাপন


শুক্রবার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সের ২ নম্বর কোর্টে শুরু হয় ফাইনাল ম্যাচটি। প্রথম সেটটি টাইব্রেকারে ৭-৬ (৭-৩) ব্যবধানে জেতেন জারিফ। দ্বিতীয় সেটে প্রতিপক্ষের শক্ত প্রতিরোধের মুখেও স্থিরতা ও মানসিক দৃঢ়তা ধরে রেখে ৬-৪ গেমে জয়ের হাসি নিয়ে কোর্ট ছাড়েন তিনি। শেষ সেটে পাঁচটি ম্যাচ পয়েন্ট নষ্ট হলেও হার মানেননি জারিফ। বরং ঘুরে দাঁড়িয়ে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এনে দেন। যা বাংলাদেশের টেনিস ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। একই দিনে বালিকা এককের ফাইনালে প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে চীনের জিজি ইয়ান ৭-৫, ৩-৬, ৬-৩ গেমে মালদ্বীপের আরা আসাল আজিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।


খেলা শেষে রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ এনডিসি। এ বছর রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে ১২টি দেশের ৭০ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত খেলোয়াড়দের অংশগ্রহণে রাজশাহী পরিণত হয় এক আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে।

বিষয়:

টেনিস

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত