আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিফার কমিটিতে তাবিথ আউয়াল

স্পোর্টস রিপোর্টার
ফিফার কমিটিতে তাবিথ আউয়াল
তাবিথ আউয়াল

বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দুটি কমিটিতে জায়গা পেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুজন কর্মকর্তা। ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটিতে রাখা হয়েছে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে।

বিজ্ঞাপন

এ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসল্যান্ডের থরভালদুর। তাছাড়া রাশিয়া, রুয়ান্ডা, কানাডা, নিউজিল্যান্ড, বাহরাইন, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এ কমিটিতে আছেন। কমিটির মেয়াদ থাকবে ২০২৯ সাল পর্যন্ত। এবারই প্রথম ফিফার কোনো কমিটিতে জায়গা পেলেন তাবিথ আউয়াল।

গত বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
অন্যদিকে, ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হয়েছেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। অবশ্য ফিফার নির্বাহী কমিটির সদস্যই ছিলেন তিনি। ফলে ফিফার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও কাজ করেছেন কিরণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন