রিয়াদের প্রতি বিসিবির কৃতজ্ঞতা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৫: ২৬
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৫: ৩৪

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিদায় বেলায় সাবেক অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ দলে অসামান্য অবদানের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটার ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়েছেন।’

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে মাহমুদউল্লাহর সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরেছে বিসিবি, ‘সব মিলিয়ে মাহমুদউল্লাহ বিভিন্ন সংস্করণে ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাট হাতে করেছেন ১১ হাজার ৪৭ রান। উইকেট নিয়েছেন ১৬৬টি। আইসিসি ইভেন্টে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সর্বাধিক চারটি সেঞ্চুরি করার গৌরব রয়েছে তার। মাহমুদউল্লাহ ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এবং টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। তিনি ছয়টি টেস্ট ম্যাচ এবং ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত