ঘুরে দাঁড়িয়েছে অজিরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০১: ৫২

সেন্ট জর্জসে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২৮৬ রানে থামিয়ে স্বস্তি পায়নি ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে ২৫৩ রানে।

ব্র্যান্ডন কিং খেলেন ৭৫ রানে ইনিংস। আর জন ক্যাম্পবেলের ব্যাট থেকে এসেছে ৪০ রান। তবে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ২৮ রান তুলতেই ৩ উইকেট খুইয়ে ফেলেছিল সফরকারীরা।

ক্যামেরন গ্রিন ও স্টিভেন স্মিথের ব্যাটে বিপদ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৭৮ তুলেছে অতিথিরা।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৮৬/১০ ও দ্বিতীয় ইনিংস: ৭৮/৩, ২৮ ওভার (গ্রিন ৩৫, স্মিথ ২০; সিলস ২/১০)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৫৩/১০, ৭৩.২ ওভার (কিং ৭৫, ক্যাম্পবেল ৪০; লায়ন ৩/৭৫, হ্যাজলউড ২/৪৩ ও কামিন্স ২/৪৬)। অসমাপ্ত

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত