আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপের ফাইনালের স্থগিত হওয়া ১৫ মিনিটের খেলা হয়েছে আজ। কিন্তু ময়মনসিংহের মাঠে বসুন্ধরা কিংস ও আবাহনীর ফাইনাল ম্যাচটি ১২০ মিনিটেও ফল নির্ধারিত হয়নি। বাকি ১৫ মিনিটের খেলা শেষেও দুদল ১-১ গোলে ড্র করে। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। এই টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় আবাহনীকে ৫-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। এ নিয়ে চতুর্থ বারের মতো ফেডারেশন কাপের শিরোপা জিতল দলটি। এর আগে ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২২-২০২৩ মৌসুমে এই শিরোপা জিতেছিল কিংস। এ নিয়ে ৯ বারের মতো টুর্নামেন্টে রানার্আপ হলো আবাহনী। অতীতে ১২ বার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...