ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৬: ১৭
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৬: ১৮

ফেডারেশন কাপের ফাইনালের স্থগিত হওয়া ১৫ মিনিটের খেলা হয়েছে আজ। কিন্তু ময়মনসিংহের মাঠে বসুন্ধরা কিংস ও আবাহনীর ফাইনাল ম্যাচটি ১২০ মিনিটেও ফল নির্ধারিত হয়নি। বাকি ১৫ মিনিটের খেলা শেষেও দুদল ১-১ গোলে ড্র করে। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। এই টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় আবাহনীকে ৫-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। এ নিয়ে চতুর্থ বারের মতো ফেডারেশন কাপের শিরোপা জিতল দলটি। এর আগে ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২২-২০২৩ মৌসুমে এই শিরোপা জিতেছিল কিংস। এ নিয়ে ৯ বারের মতো টুর্নামেন্টে রানার্আপ হলো আবাহনী। অতীতে ১২ বার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত