তিমুর লেস্তে ও ব্রুনাইয়ের পর এবার শ্রীলংকার বিপক্ষে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে গোলোৎসব করেছে বাংলাদেশ। তারা ৫-০ গোলে হারায় শ্রীলংকাকে। এ নিয়ে বাছাই পর্বে টানা তিন ম্যাচ খেলে প্রতিটিতে জিতল অনূর্ধ্ব-১৭ দল। আগামী শুক্রবার ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। এরপর ৩০ নভেম্বর গ্রুপ পর্বে শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক চীনের বিপক্ষে।
চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে শ্রীলংকার বিপক্ষে জোড়া গোল উপহার দেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক নাজমুল হুদা। একটি করে গোল করেন মোহাম্মদ মানিক, বায়েজিদ বোস্তামি ও ইকরামুল ইসলাম। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর মে মাসে সৌদি আরবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
চীনে চলমান বাছাই পর্ব বড় জয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রুনাইয়ের বিপক্ষে ৮-০ গোলে জিতেছে লাল-সবুজের জার্সিধারীরা।

