জিততে হলে করতে হবে ৫৪৯। টেস্ট ইতিহাসেই এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। ভারতও পারল না দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করে জিততে। গুয়াহাটি টেস্টে ৪০৮ রানের বড় জয়ে ভারতকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা। এর আগে কলকাতা টেস্টেও জিতেছিল টেম্বা বাভুমার দল।
৪০৮ রানের হার ভারতের জন্য লজ্জাজনকই। কেননা, টেস্ট ইতিহাসে রানের হিসেবে এরচেয়ে বড় হার আর নেই। এর আগের সর্বোচ্চ ৩৪২ রানের ব্যবধানে হেরেছিল ভারতই, অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুরে ২০০৪ সালে।
গুয়াহাটি টেস্টে ভারতের হার একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের প্রথম ইনিংসের পর। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে চা বিরতি পর্যন্ত ৯০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে হারের আরো কাছাকাছি পৌছে যায় রিশাভ পান্তের দল। চা বিরতি থেকে ফিরে লাঞ্চের আগেই গুটিয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন জাদেজা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ উইকেট নেন সাইমন হার্মার। ২টি উইকেট নেন কেশভ মহারাজ। ১ উইকেট দখল করেন মার্কো ইয়ানসেন।
৫৪৯ রানের বিশাল এই টার্গেটের পিছু ধাওয়া করতে নেমে ভারতের শুরুটা হলো বাজে। দুই ওপেনার যশওয়াল এবং এই টেস্টে দলের অধিনায়ক কেএল রাহুল শুরুতেই আউট। পঞ্চমদিন সকালেও সেই ধারা বজায় রইলো। যাওয়া-আসার মিছিলে যোগ দেন কুলদ্বীপ যাদব (৫), ধ্রুব জুরেল (২), পান্ত (১৩), সাই সুদর্শন (১৪)।
এর আগে, দক্ষিণ আফ্রিকা সেনুরান মুথুস্বামীর সেঞ্চুরি ও পেসার মার্কো ইয়ানসেনের ৯৩ রানের ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রান তোলে। জবাবে ভারতের প্রথম ইনিংস থামে মাত্র ২০১ রানে। ব্যাট হাতে ভারতের বোলারদের ঘাম ছোটানোর পর এবার বল হাতেও মার্কো ইয়ানসেন দুর্বার! ২০ ওভারে ৪৮ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি।
২৮৮ রানের বিশাল লিড পায় দক্ষিণ আফ্রিকা। তারা দ্বিতীয় ইনিংসে ৭৮.৩ ওভারে ৫ উইকেটে ২৬০ রান তুলে ডিক্লেয়ার্ড করে। চতুর্থদিন খানিকটা আক্রমণাত্মক কায়দায় ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। ট্রিস্টান স্ট্যাবসের সেঞ্চুরি হয়ে গেলেই ইনিংস ঘোষণা করার অপেক্ষায় ছিল তারা। কিন্তু স্ট্যাবস ৯৪ রানে বোল্ড হন। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এই দফায় তাদের রান ছিল ৫ উইকেটে ২৬০। ম্যাচে দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়ায় ৫৪৮ রানের।
নিজ মাঠে ভারত ২৫ বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের দ্বারপ্রান্তে এখন। টেস্ট ইতিহাসে এত বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের কোনো রেকর্ড নেই। শেষদিনের উইকেটে স্পিনাররা ভালোই ছড়ি ঘোরাচ্ছেন। সেই ধারা অব্যাহত থাকল ম্যাচের শেষ পর্যন্ত।
টেস্ট সিরিজে ভারত হোয়াইটওয়াশ

স্পোর্টস ডেস্ক

জিততে হলে করতে হবে ৫৪৯। টেস্ট ইতিহাসেই এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। ভারতও পারল না দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করে জিততে। গুয়াহাটি টেস্টে ৪০৮ রানের বড় জয়ে ভারতকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা। এর আগে কলকাতা টেস্টেও জিতেছিল টেম্বা বাভুমার দল।
৪০৮ রানের হার ভারতের জন্য লজ্জাজনকই। কেননা, টেস্ট ইতিহাসে রানের হিসেবে এরচেয়ে বড় হার আর নেই। এর আগের সর্বোচ্চ ৩৪২ রানের ব্যবধানে হেরেছিল ভারতই, অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুরে ২০০৪ সালে।
গুয়াহাটি টেস্টে ভারতের হার একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের প্রথম ইনিংসের পর। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে চা বিরতি পর্যন্ত ৯০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে হারের আরো কাছাকাছি পৌছে যায় রিশাভ পান্তের দল। চা বিরতি থেকে ফিরে লাঞ্চের আগেই গুটিয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন জাদেজা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ উইকেট নেন সাইমন হার্মার। ২টি উইকেট নেন কেশভ মহারাজ। ১ উইকেট দখল করেন মার্কো ইয়ানসেন।
৫৪৯ রানের বিশাল এই টার্গেটের পিছু ধাওয়া করতে নেমে ভারতের শুরুটা হলো বাজে। দুই ওপেনার যশওয়াল এবং এই টেস্টে দলের অধিনায়ক কেএল রাহুল শুরুতেই আউট। পঞ্চমদিন সকালেও সেই ধারা বজায় রইলো। যাওয়া-আসার মিছিলে যোগ দেন কুলদ্বীপ যাদব (৫), ধ্রুব জুরেল (২), পান্ত (১৩), সাই সুদর্শন (১৪)।
এর আগে, দক্ষিণ আফ্রিকা সেনুরান মুথুস্বামীর সেঞ্চুরি ও পেসার মার্কো ইয়ানসেনের ৯৩ রানের ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রান তোলে। জবাবে ভারতের প্রথম ইনিংস থামে মাত্র ২০১ রানে। ব্যাট হাতে ভারতের বোলারদের ঘাম ছোটানোর পর এবার বল হাতেও মার্কো ইয়ানসেন দুর্বার! ২০ ওভারে ৪৮ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি।
২৮৮ রানের বিশাল লিড পায় দক্ষিণ আফ্রিকা। তারা দ্বিতীয় ইনিংসে ৭৮.৩ ওভারে ৫ উইকেটে ২৬০ রান তুলে ডিক্লেয়ার্ড করে। চতুর্থদিন খানিকটা আক্রমণাত্মক কায়দায় ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। ট্রিস্টান স্ট্যাবসের সেঞ্চুরি হয়ে গেলেই ইনিংস ঘোষণা করার অপেক্ষায় ছিল তারা। কিন্তু স্ট্যাবস ৯৪ রানে বোল্ড হন। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এই দফায় তাদের রান ছিল ৫ উইকেটে ২৬০। ম্যাচে দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়ায় ৫৪৮ রানের।
নিজ মাঠে ভারত ২৫ বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের দ্বারপ্রান্তে এখন। টেস্ট ইতিহাসে এত বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের কোনো রেকর্ড নেই। শেষদিনের উইকেটে স্পিনাররা ভালোই ছড়ি ঘোরাচ্ছেন। সেই ধারা অব্যাহত থাকল ম্যাচের শেষ পর্যন্ত।
