আমার ব্রাজিল খেলবে রিয়ালের স্টাইলে : আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০১: ৩৩
আপডেট : ৩১ মে ২০২৫, ০৬: ০০
কার্লো আনচেলত্তি, ছবি: এক্স হ্যান্ডেল

ব্রাজিলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ে ম্যাচের জন্য দলও ইতোমধ্যে ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এ কোচের অভিষেক ম্যাচের সেরা একাদশ নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। যেটা চলছে এখনো। তাতে যোগ হয়েছে নতুন বিষয়বস্তু। কেমন ফুটবল খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা? এ নিয়ে চলছে কাটাছেঁড়া।

ফুটবল অনুরাগীদের সেই কৌতূহল মিটিয়েছেন আনচেলত্তি নিজেই। স্প্যানিশ সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কোচদের ডন’ জানিয়েছেন, সেলেসাওরা খেলবে রিয়াল মাদ্রিদের স্টাইলে। কিন্তু এখানেও কথা আছে। সদ্য বিদায়ি মৌসুমে যে ধরনের ফুটবল খেলেছে, ঠিক তেমনটা নয়; আগের মৌসুমগুলোতে লস ব্লাঙ্কোস শিবির যে ধাঁচে খেলেছে, ব্রাজিলকে তেমন স্টাইলেই খেলাতে চান ৬৫ বছরের ফুটবল গুরু আনচেলত্তি।


এ মৌসুমে আনচেলত্তির অধীনে মাঠের পারফরম্যান্সে মোটেই ভালো করতে পারেনি। মেজর কোনো ট্রফিই ঘরে তুলতে পারেনি স্পেনের রাজধানীর ক্লাবটি। সান্ত্বনা হিসেবে পেয়েছে তারা শুধু উয়েফা সুপার কাপ আর ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শ্রেষ্ঠত্ব। কিন্তু রিয়াল ছিটকে গেছে চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে। স্প্যানিশ লিগ লা লিগা শেষ করেছে রানার্স আপ হয়ে। কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচেও হতাশ হতে হয়েছে আনচেলত্তির সদ্য সাবেক ক্লাবকে।

বিজ্ঞাপন


তবে আগের মৌসুমটা দুর্দান্ত কেটেছে রিয়ালের। আনচেলত্তির কোচিংয়ে স্প্যানিশ লিগ, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছিল রিয়াল। ২০২৩-২৪ মৌসুমে রিয়াল যেমন দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে, ঠিক তেমন পারফরম্যান্সই ব্রাজিল দলের কাছে চান আনচেলত্তি, ‘রিয়াল মাদ্রিদের স্টাইলে খেলবে আমার ব্রাজিল। তবে এবারের মৌসুমের রিয়াল মাদ্রিদের মতো নয়, গত মৌসুমের রিয়াল মাদ্রিদের ধাঁচে। এমনটাই চাই। যদিও পুরো ব্যাপারটা ফুটবলারদের ওপর নির্ভরশীল। মাঠে তাদের স্বস্তিতে খেলতে দিতে হবে। দলের শুধু একটি পরিচিতি থাকবে, এটা আমার পছন্দের নয়; আবার সেটা স্মার্টও নয়।’


নিজের প্রিয় জন্মভূমি ইতালির দায়িত্ব না নিয়ে ব্রাজিলের দায়িত্ব কেন কাঁধে তুলে নিলেন? উত্তরে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ আনচেলত্তি বলেন, ‘ব্রাজিল বিশ্বের সেরা জাতীয় দল। এজন্য নয়, তাদের জার্সিতে শোভা পাচ্ছে পাঁচটি তারকা। ষষ্ঠ তারকা (বিশ্বকাপ) জেতানোর চ্যালেঞ্জ এখন আমার সামনে। আর ইতালি? এখন স্প্যালেত্তি তাদের কোচ। তিনি একজন গ্রেট কোচ। ইতালি আমাকে ডাকেনি; ব্রাজিল এটা অনেক আগেই করে রেখেছিল।’


রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জেতা আনচেলত্তির অধীনে ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে বিশ্বকাপ বাছাইয়ে। তার প্রথম অ্যাসাইনমেন্টে আগামী ৫ জুন ইকুয়েডর সফরে যাবে লাতিন আমেরিকার এ ফুটবল পরাশক্তি। আর ১১ জুন প্যারাগুয়েকে নিজেদের ঘরের মাঠে আতিথ্য দেবে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকার চারে থাকা সেলেসাওরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত