সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৫: ৫৪
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৬: ৪৮

এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লাও ন্যাশনাল স্টেডিয়ামে ১-১ গোলে সমতায় থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে দুই দল।

আগের দুই ম্যাচে লাওস ও পূর্ব তিমুরকে হারায় বাংলাদেশ। তাই কোরিয়ার বিপক্ষে হার এড়ালেই বয়সভিত্তিক নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে আফঈদা খন্দকারের দল।

বিজ্ঞাপন

এমন সমীকরণে ম্যাচের শুরু থেকে রক্ষণভাগ আগলে রেখে আক্রমণে যায় বাংলাদেশ। যদিও শক্তির বিচারে পিছিয়ে থাকা কোরিয়ার বিপক্ষে প্রথমে এগিয়ে যায় পিটার বাটলারের শিষ্যরা। ১৩তম মিনিটে সুযোগ নষ্টের পর পরের মিনিটেই দলকে লিড এনে দেন তৃষ্ণা।

কোরিয়ার এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে শট নেন শান্তি মার্ডি। তার শট প্রতিপক্ষের গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বল পান তৃষ্ণা। অনায়াসে বাকি কাজটুকু সারেন তিনি।

গোল হজমের পর বাংলাদেশকে চেপে ধরে কোরিয়া। ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি তারা। ৫ মিনিটের মাথায় ডেডলক ভাঙে জায়ান্টরা।

সমতায় ফিরে আরো মরিয়া হয়ে উঠে কোরিয়া। বিপরীতে রক্ষণে মনোযোগ দেয় বাংলাদেশ। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে দুটি পরিবর্তন এনে রক্ষণের শক্তি বাড়ান বাটলার। তাই একের পর এক আক্রমণ করেও এগিয়ে যেতে পারেনি কোরিয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত