চ্যাম্পিয়নস লিগ

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৯: ১৩

বিজ্ঞাপন

শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের খেলা। দ্বিতীয় লেগে টানা দুই দিনের লড়াই শেষে বিদায় নিয়েছে আট দল। বাকি আট দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। এবার সেরা চারের টিকিটের জন্য লড়াই করবে দলগুলো।

কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় লড়াইটা হবে রিয়াল ও আর্সেনালের মধ্যে। সেমিফাইনালে উঠার মিশনে প্রতিপক্ষ হিসেবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি। শেষ আটে স্পেনের আরেক জায়ান্ট বার্সেলোনা খেলবে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। গত আসরের রানার্সআপদের বিপক্ষে কাতালানদের যে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না।

শেষ চারে পা রাখার মিশনে ইন্টার মিলানের প্রতিপক্ষ ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অন্যদিকে পিএসজি খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালে যে দল যার মুখোমুখি হবে:

রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল

বার্সেলোনা বনাম বুরুশিয়া ডর্টমুন্ড

ইন্টার মিলান বনাম বায়ার্ন মিউনিখ

পিএসজি বনাম অ্যাস্টন ভিলা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত