
স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে পা রাখার জন্য স্পেনের সামনে সমীকরণ ছিল- জর্জিয়ার বিপক্ষে জিততে হবে, অন্য ম্যাচে তুরস্ককে হারতে হবে। স্পেন জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করে রাখলেও বুলগেরিয়ার বিপক্ষে তুরস্ক ২-০ গোলে জিতে যাওয়ায় অপেক্ষায় থাকতে হচ্ছে লুইস দে লা ফুয়েন্তের দলকে। বিশ্বকাপ থেকে আর এক কদম দূরে আছে স্পেন।
জর্জিয়াকে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন মিকেল ওয়ারজাবাল। একবার করে বল জালে পাঠিয়েছেন মার্টিন জুবিমেন্দি ও ফেরান তরেস।
এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে পাঁচ ম্যাচের সবক’টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে তুরস্ক। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে তিন পয়েন্ট নিয়ে তিনে জর্জিয়া।
এই ম্যাচে ছিলেন না লামিনে ইয়ামাল। এরপর বল দখলে আধিপত্য দেখায় স্প্যানিশরা। ৬১ শতাংশ বল দখলে রেখে ১৪টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে ফুয়েন্তের দল। আর ছয়টি শট নেওয়া জর্জিয়া গোলমুখে রাখে দুটি শট।
১১তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ওয়ালজাবাল। ২২তম মিনিটে ব্যবধান ২-০ করেন জুবিমেন্দি। ৩৪তম মিনিটে ফেরান তরেসের গোলে আরেক দফা এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে শেষ গোলটি করে স্পেন। নিজের জোড়া গোল পূর্ণ করার সঙ্গে দলের হালি গোলও পূরণ করেন ওয়ারজাবাল।
বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের পরের ম্যাচ তুরস্কের বিপক্ষে। আগামী ১৮ নভেম্বর ম্যাচটিতে হারলেও বিশ্বকাপের টিকিট কাটবে তারা। গোল ব্যবধানে অনেকটাই পিছিয়ে থাকায় স্পেনের বিপক্ষে জয় পেলেও প্লে অফ খেলতে হবে তুরস্ককে।

২০২৬ বিশ্বকাপে পা রাখার জন্য স্পেনের সামনে সমীকরণ ছিল- জর্জিয়ার বিপক্ষে জিততে হবে, অন্য ম্যাচে তুরস্ককে হারতে হবে। স্পেন জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করে রাখলেও বুলগেরিয়ার বিপক্ষে তুরস্ক ২-০ গোলে জিতে যাওয়ায় অপেক্ষায় থাকতে হচ্ছে লুইস দে লা ফুয়েন্তের দলকে। বিশ্বকাপ থেকে আর এক কদম দূরে আছে স্পেন।
জর্জিয়াকে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন মিকেল ওয়ারজাবাল। একবার করে বল জালে পাঠিয়েছেন মার্টিন জুবিমেন্দি ও ফেরান তরেস।
এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে পাঁচ ম্যাচের সবক’টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে তুরস্ক। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে তিন পয়েন্ট নিয়ে তিনে জর্জিয়া।
এই ম্যাচে ছিলেন না লামিনে ইয়ামাল। এরপর বল দখলে আধিপত্য দেখায় স্প্যানিশরা। ৬১ শতাংশ বল দখলে রেখে ১৪টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে ফুয়েন্তের দল। আর ছয়টি শট নেওয়া জর্জিয়া গোলমুখে রাখে দুটি শট।
১১তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ওয়ালজাবাল। ২২তম মিনিটে ব্যবধান ২-০ করেন জুবিমেন্দি। ৩৪তম মিনিটে ফেরান তরেসের গোলে আরেক দফা এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে শেষ গোলটি করে স্পেন। নিজের জোড়া গোল পূর্ণ করার সঙ্গে দলের হালি গোলও পূরণ করেন ওয়ারজাবাল।
বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের পরের ম্যাচ তুরস্কের বিপক্ষে। আগামী ১৮ নভেম্বর ম্যাচটিতে হারলেও বিশ্বকাপের টিকিট কাটবে তারা। গোল ব্যবধানে অনেকটাই পিছিয়ে থাকায় স্পেনের বিপক্ষে জয় পেলেও প্লে অফ খেলতে হবে তুরস্ককে।

পাকিস্তানের জয়রথ চলছেই। ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে উড়ছে সালমান আলী আগার দল। দক্ষিণ আফ্রিকার পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ জিতেছে তারা। তিন ম্যাচে সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতে সিরিজ পকেটে পুরেছে ‘ম্যান ইন গ্রিন’রা। ফলে তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়িয়েছে আনুষ্ঠানিকতার।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে হেরেছিল ব্রাজিল। কিন্তু সেই ক্ষতটা তারা শুকিয়ে নেয় দক্ষিণ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে। তবে পরের ম্যাচেই জাপানের কাছে হার মানে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ পর ফের জয়ের ছন্দে ফিরলেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।
১২ ঘণ্টা আগে
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহীর সানজামুল ইসলাম। আর ফাইফার পেয়েছেন রংপুরের রবিউল। আজ শুরু হয়েছে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের তিনটি ম্যাচ। রাউন্ডের অন্য ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল।
১৫ ঘণ্টা আগে