আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুশফিক-মিরাজদের ঈদ শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক

মুশফিক-মিরাজদের ঈদ শুভেচ্ছা

আজ পবিত্র ঈদুল আযহা। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সবার মতো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও অত্যন্ত আনন্দের সঙ্গে দিনটি পালন করছেন। বিশেষ এই দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তানকিন আহমেদরা।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ঈদের নামাজের একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। ক্যাপশনে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আসসালামুআলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে ঈদ মোবারক।’

বিজ্ঞাপন

মিরাজ লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদ উল আযহা। পবিত্র এই দিনে আরো গভীর হোক আমাদের আত্মত্যাগের ক্ষমতা ও ভালোবাসার শক্তি। ঈদ মোবারক।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা ও সন্তানদের সঙ্গে ছবি পোস্ট করেছেন তাসকিন। ক্যাপশনে তারকা পেসার লিখেছেন, ‘আসসালামুআলাইকুম। সবাইকে ঈদ মোবারক।’

ঈদ শুভেচ্ছা জানাতে গিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। ক্যাপশনে লিখেছেন, ‘এই ঈদে আপনাদের আনন্দ, স্বাস্থ্য এবং অফুরন্ত আশীর্বাদ কামনা করছি। আসুন ঐক্য ও শ্রদ্ধার চেতনায় উদযাপন করি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...