সিনারের দুর্দান্ত প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৬: ২০
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৬: ৩৮

সিনসিনাটি ওপেনের ফাইনালে অসুস্থতার কারণে কোর্ট ছেড়ে উঠে যান ইয়ানিক সিনার। এই ইতালিয়ান টেনিস তারকা খেলা ছেড়ে দেওয়ায় মাত্র ২২ মিনিটের লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় কার্লোস আলকারাজ। ওই ঘটনার পর ইউএস ওপেনের আগে সিনারকে নিয়ে কিছুটা শঙ্কা তো ছিলই। যদিও সে শঙ্কা দূর করে নিজের মতো করেই কোর্টে ফিরলেন সিনার।

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে সিনারের কাছে কোনো রকম পাত্তা পাননি ভিত কপ্রিভা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে তাকে সরাসরি সেটে হারিয়েছেন শীর্ষ বাছাই সিনার- ৬-১, ৬-১, ৬-২ গেমে। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অ্যালেস্কেই পপিরিন।

বিজ্ঞাপন

সিনসিনাটি ওপেনের ফাইনালে অসুস্থ হয়ে পড়লেও কপ্রিভার বিপক্ষে সিনারের খেলায় তার কোনো প্রভাবই ছিল না। পূর্ণ ফিটনেস নিয়ে দাপটের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন ২৪ বছর বয়সী টেনিস তারকা।

ম্যাচ শেষে সিনার বলেন, ‘সুস্থ হতে পেরে আমি বেশ খুশি। সুস্থ হয়ে মাঠে নিজের সেরাটা দিতে সর্বোচ্চ চেষ্টা করে গেছি।’

ইউএস ওপেন নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে সিনার বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নেওয়াটা আমার জন্য বরাবরই বিশেষ ভালো লাগার। পরিস্থিতি ভিন্ন হলেও প্রতি বছর আমার লক্ষ্য একই থাকে। আমি প্রতি বছলই ভালোভাবে শুরু করতে চাই। এখানে ফিরে আসতে পেরে, সেরাটা সঙ্গে লড়াই করতে পেরে আমার দারুণ লাগছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত