স্পোর্টস ডেস্ক
একের পর এক টাইব্রেকার জিতে চলেছেন আরিনা সাবালেঙ্কা। বেলারুশ তারকাকে যেন কেউ থামাতেই পারছেন না। টাইব্রেকারে টানা ১৮ জয় তুলে নিয়ে রেকর্ডটা আরো একটু বাড়িয়ে নিলেন ইউএস ওপেনের এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কানাডিয়ান প্রতিপক্ষ লেলাহ ফার্নান্দেজকে হারিয়ে পৌঁছে গেছেন টুর্নামেন্টটির শেষ ১৬ পর্বে।
শীর্ষ বাছাই সাবালেঙ্কা ৬-২ ও ৭-৬ (৭-২) গেমে হারিয়েছেন ২০২১ আসরের রানারআপ ফার্নান্দেজকে। শুক্রবার রাতে পাওয়া দাপুটে এ জয় দিয়ে ফ্ল্যাশিং মিডোতে শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে গেলেন এই ‘টাইব্রেকারের রানি’। ২০১৪ সালে সেরেনা উইলিয়ামস সবশেষ নিউ ইয়র্কের এই আসরে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছিলেন। মার্কিন এই কিংবদন্তির পর ২৭ বছরের সাবালেঙ্কা প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।
ফার্নান্দেজের বিপক্ষে দ্বিতীয় সেটটা টাইব্রেকারে জিতেছেন সাবালেঙ্কা। কীভাবে সাফল্য আসে টাইব্রেকারে-সে রহস্য ফাঁস করে এই টেনিস সুপারস্টার বলেন, ‘যখনই টাইব্রেক খেলি, তখন নিজেকে বোঝানোর চেষ্টা করি, সন্দেহ নিয়ে খেলার কোনো সময় নেই। আমি কেবল আমার শটগুলো খেলে যাই। শুধু নিজেকে স্মরণ করিয়ে দিই নিজের খেলায় আস্থা রাখতে হবে। আমার অনুভূতিটাও হয় দারুণ। নিজের গেম প্ল্যান অটুট রাখি। চেষ্টা করি আক্রমণাত্মক থাকতে। যতটা পারি নিজের প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে যাই।’
সাবালেঙ্কার মতো বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের টিকিট কেটেছেন নোভাক জোকোভিচও। ২৪ মেজর ট্রফির মালিক হৃদয় ভেঙেছেন ব্রিটিশ তারকা ক্যামেরন নরির। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে সমতায় ফিরেছিলেন নরি। কিন্তু লাভ হয়নি। পিঠের নিচের অংশের ইনজুরি সামলে ঘুরে দাঁড়িয়ে এ সার্বিয়ান মেগাস্টার জেতেন ৬-৪, ৬-৭ (৪-৭), ৬-২ ও ৬-৩ গেমে। হার্ডকোর্টের মেজর টুর্নামেন্টে জোকোভিচ জিতলেন ১৯২তম ম্যাচ। এ জয়ে পেছনে ফেললেন সুইস লিজেন্ড রজার ফেদেরারকে। এ নিয়ে ৩৮ বছরের জোকোভিচের বিপক্ষে সাত ম্যাচ খেলে সবগুলোতেই ধরাশায়ী হলেন নরি।
মেয়েদের এককে জয় পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। বেলারুশ তারকা ৬-১ ও ৭-৫ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে। তবে আসর থেকে বিদায় নিয়েছেন জেসমিন পাওলিনি। ইতালির এই খেলোয়াড় ৬-৭ (৪-৭) ও ৬-১ গেমে হার মেনেছেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভার কাছে।
একের পর এক টাইব্রেকার জিতে চলেছেন আরিনা সাবালেঙ্কা। বেলারুশ তারকাকে যেন কেউ থামাতেই পারছেন না। টাইব্রেকারে টানা ১৮ জয় তুলে নিয়ে রেকর্ডটা আরো একটু বাড়িয়ে নিলেন ইউএস ওপেনের এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কানাডিয়ান প্রতিপক্ষ লেলাহ ফার্নান্দেজকে হারিয়ে পৌঁছে গেছেন টুর্নামেন্টটির শেষ ১৬ পর্বে।
শীর্ষ বাছাই সাবালেঙ্কা ৬-২ ও ৭-৬ (৭-২) গেমে হারিয়েছেন ২০২১ আসরের রানারআপ ফার্নান্দেজকে। শুক্রবার রাতে পাওয়া দাপুটে এ জয় দিয়ে ফ্ল্যাশিং মিডোতে শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে গেলেন এই ‘টাইব্রেকারের রানি’। ২০১৪ সালে সেরেনা উইলিয়ামস সবশেষ নিউ ইয়র্কের এই আসরে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছিলেন। মার্কিন এই কিংবদন্তির পর ২৭ বছরের সাবালেঙ্কা প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।
ফার্নান্দেজের বিপক্ষে দ্বিতীয় সেটটা টাইব্রেকারে জিতেছেন সাবালেঙ্কা। কীভাবে সাফল্য আসে টাইব্রেকারে-সে রহস্য ফাঁস করে এই টেনিস সুপারস্টার বলেন, ‘যখনই টাইব্রেক খেলি, তখন নিজেকে বোঝানোর চেষ্টা করি, সন্দেহ নিয়ে খেলার কোনো সময় নেই। আমি কেবল আমার শটগুলো খেলে যাই। শুধু নিজেকে স্মরণ করিয়ে দিই নিজের খেলায় আস্থা রাখতে হবে। আমার অনুভূতিটাও হয় দারুণ। নিজের গেম প্ল্যান অটুট রাখি। চেষ্টা করি আক্রমণাত্মক থাকতে। যতটা পারি নিজের প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে যাই।’
সাবালেঙ্কার মতো বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের টিকিট কেটেছেন নোভাক জোকোভিচও। ২৪ মেজর ট্রফির মালিক হৃদয় ভেঙেছেন ব্রিটিশ তারকা ক্যামেরন নরির। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে সমতায় ফিরেছিলেন নরি। কিন্তু লাভ হয়নি। পিঠের নিচের অংশের ইনজুরি সামলে ঘুরে দাঁড়িয়ে এ সার্বিয়ান মেগাস্টার জেতেন ৬-৪, ৬-৭ (৪-৭), ৬-২ ও ৬-৩ গেমে। হার্ডকোর্টের মেজর টুর্নামেন্টে জোকোভিচ জিতলেন ১৯২তম ম্যাচ। এ জয়ে পেছনে ফেললেন সুইস লিজেন্ড রজার ফেদেরারকে। এ নিয়ে ৩৮ বছরের জোকোভিচের বিপক্ষে সাত ম্যাচ খেলে সবগুলোতেই ধরাশায়ী হলেন নরি।
মেয়েদের এককে জয় পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। বেলারুশ তারকা ৬-১ ও ৭-৫ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে। তবে আসর থেকে বিদায় নিয়েছেন জেসমিন পাওলিনি। ইতালির এই খেলোয়াড় ৬-৭ (৪-৭) ও ৬-১ গেমে হার মেনেছেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভার কাছে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
২ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৫ ঘণ্টা আগে