নিজের ব্যক্তিগত অর্জনের ভান্ডারটা আরেকটু সমৃদ্ধ হলো লিওনেল মেসির। টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। এমএলএসের তিন দশকের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে মেসি টানা দুবার এ পুরস্কার পেলেন।
এর আগে ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন মেসি। এমএলএসের সদ্য শেষ হওয়া মৌসুমে ২৮ ম্যাচ খেলে নিজে করেছেন ২৯ গোল। সঙ্গে অ্যাসিস্ট করেছেন সতীর্থদের ১৯টি গোলে। এ বছর তার ক্লাব ইন্টার মিয়ামি সাপোর্টার্স শিল্ড না পেলেও এমএলএস কাপ ঠিকই জিতে নিয়েছে।
গত রোববার চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে ধরাশায়ী করে প্রথমবারের মতো এমএলএস কাপের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নেয় ইন্টার মিয়ামি। ফাইনালে সতীর্থদের দুটি গোলে সহায়তা করেন মেসি। কেবল শিরোপা নির্ধারণী ম্যাচেই নয়, মৌসুমজুড়েই মেসি ছিলেন দারুণ ছন্দময়।

