উইম্বলডন ফাইনাল
স্পোর্টস ডেস্ক
সব বাধা উতড়ানো শেষ। অপেক্ষা এখন শুধু মাথার ওপর রুপালি শিরোপা উঁচিয়ে ধরার। উইম্বলডন মিশনে বাকি এখন শুধু ফাইনাল। টেনিস অনুরাগীদের রোমাঞ্চের ভেলায় ভাসিয়ে দিতে প্রস্তুত লন্ডনের শিরোপা নির্ধারণীর মঞ্চ। প্রস্তুত দুই ফাইনালিস্ট- জানিক সিনার ও কার্লোস আলকারাজ। টেনিস দুনিয়ার দুই নয়া সুপারস্টারের ফাইনাল দিয়ে পর্দা নামবে অল ইংল্যান্ড ক্লাবের আসরটি।
যে করেই হোক শ্রেষ্ঠত্ব চাই তিন মেজর ট্রফির মালিক সিনারের। শীর্ষ বাছাই এ ইতালিয়ান তারকা আগে কখনো লন্ডনের ঘাসের কোর্টের শিরোপা জেতেননি। ফাইনালে নাম লিখেছেন প্রথমবারের মতো। প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে উঠেই বাজিমাত করতে চান। ছিনিয়ে নিতে চান শিরোপা। তবে ফাইনাল বলে কথা। লন্ডনের সেন্টার কোর্টে লড়াই জমিয়ে তুলতে চান টানা দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজও। বিশ্বের সবচেয়ে মর্যাদাকর গ্র্যান্ড স্ল্যাম আসরে হ্যাটট্রিকটা এবার পূর্ণ করতে চান টুর্নামেন্টের এ দ্বিতীয় বাছাই। আর ২৩ বছরের সিনার চান উইম্বলডনের প্রথম শিরোপা।
ফরাসি ওপেনের এবারের আসরের ফাইনালই যেন পুনর্মঞ্চায়ন হচ্ছে উইম্বলডনে।
গত মাসে লাল দুর্গের পাঁচ সেটের শ্বাসরুদ্ধকর ফাইনালে সিনারকে হতাশ করেন ২২ বছরের আলকারাজ। আজ রোববার রাতে লন্ডনে ফের দেখা হচ্ছে দুজনের। টেনিস র্যাংকিংয়ের দ্বিতীয় সেরা তারকা আলকারাজ আজকের ফাইনালে তেমন দাপুটে পারফরম্যান্সই উপহার দিতে চান। ছন্দটা ধরে রেখে জিততে চান ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম। আর র্যাংকিংয়ের নাম্বার ওয়ান সিনার নিতে চান ফাইনালে হারের মধুর প্রতিশোধ।
এ নিয়ে উইম্বলডনের ফাইনালে স্প্যানিশ তারকা আলকারাজ উঠেছেন টানা দ্বিতীয়বারের মতো। আগের দুবারের ফাইনালে হৃদয় ভেঙেছেন নোভাক জোকোভিচের। এবার সার্বিয়ান এ মেগাস্টারের সঙ্গে ফাইনালের রোমাঞ্চ উপভোগের অপেক্ষায় ছিলেন তাবত দুনিয়ার টেনিসপ্রেমীরা। কিন্তু তেমনটা হয়নি। সেমিফাইনালে ইতালির সিনারের কাছে হেরে বিদায় নিয়েছেন জোকোভিচ। তাতে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম ট্রফির জন্য অপেক্ষা বেড়ে গেল সাবেক এ নাম্বার ওয়ানের।
সব বাধা উতড়ানো শেষ। অপেক্ষা এখন শুধু মাথার ওপর রুপালি শিরোপা উঁচিয়ে ধরার। উইম্বলডন মিশনে বাকি এখন শুধু ফাইনাল। টেনিস অনুরাগীদের রোমাঞ্চের ভেলায় ভাসিয়ে দিতে প্রস্তুত লন্ডনের শিরোপা নির্ধারণীর মঞ্চ। প্রস্তুত দুই ফাইনালিস্ট- জানিক সিনার ও কার্লোস আলকারাজ। টেনিস দুনিয়ার দুই নয়া সুপারস্টারের ফাইনাল দিয়ে পর্দা নামবে অল ইংল্যান্ড ক্লাবের আসরটি।
যে করেই হোক শ্রেষ্ঠত্ব চাই তিন মেজর ট্রফির মালিক সিনারের। শীর্ষ বাছাই এ ইতালিয়ান তারকা আগে কখনো লন্ডনের ঘাসের কোর্টের শিরোপা জেতেননি। ফাইনালে নাম লিখেছেন প্রথমবারের মতো। প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে উঠেই বাজিমাত করতে চান। ছিনিয়ে নিতে চান শিরোপা। তবে ফাইনাল বলে কথা। লন্ডনের সেন্টার কোর্টে লড়াই জমিয়ে তুলতে চান টানা দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজও। বিশ্বের সবচেয়ে মর্যাদাকর গ্র্যান্ড স্ল্যাম আসরে হ্যাটট্রিকটা এবার পূর্ণ করতে চান টুর্নামেন্টের এ দ্বিতীয় বাছাই। আর ২৩ বছরের সিনার চান উইম্বলডনের প্রথম শিরোপা।
ফরাসি ওপেনের এবারের আসরের ফাইনালই যেন পুনর্মঞ্চায়ন হচ্ছে উইম্বলডনে।
গত মাসে লাল দুর্গের পাঁচ সেটের শ্বাসরুদ্ধকর ফাইনালে সিনারকে হতাশ করেন ২২ বছরের আলকারাজ। আজ রোববার রাতে লন্ডনে ফের দেখা হচ্ছে দুজনের। টেনিস র্যাংকিংয়ের দ্বিতীয় সেরা তারকা আলকারাজ আজকের ফাইনালে তেমন দাপুটে পারফরম্যান্সই উপহার দিতে চান। ছন্দটা ধরে রেখে জিততে চান ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম। আর র্যাংকিংয়ের নাম্বার ওয়ান সিনার নিতে চান ফাইনালে হারের মধুর প্রতিশোধ।
এ নিয়ে উইম্বলডনের ফাইনালে স্প্যানিশ তারকা আলকারাজ উঠেছেন টানা দ্বিতীয়বারের মতো। আগের দুবারের ফাইনালে হৃদয় ভেঙেছেন নোভাক জোকোভিচের। এবার সার্বিয়ান এ মেগাস্টারের সঙ্গে ফাইনালের রোমাঞ্চ উপভোগের অপেক্ষায় ছিলেন তাবত দুনিয়ার টেনিসপ্রেমীরা। কিন্তু তেমনটা হয়নি। সেমিফাইনালে ইতালির সিনারের কাছে হেরে বিদায় নিয়েছেন জোকোভিচ। তাতে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম ট্রফির জন্য অপেক্ষা বেড়ে গেল সাবেক এ নাম্বার ওয়ানের।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে