উইম্বলডন ফাইনাল
সব বাধা উতড়ানো শেষ। অপেক্ষা এখন শুধু মাথার ওপর রুপালি শিরোপা উঁচিয়ে ধরার। উইম্বলডন মিশনে বাকি এখন শুধু ফাইনাল। টেনিস অনুরাগীদের রোমাঞ্চের ভেলায় ভাসিয়ে দিতে প্রস্তুত লন্ডনের শিরোপা নির্ধারণীর মঞ্চ।
উইম্বলডন
ফরাসি ওপেনের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছেন পাঁচবার। যে কারণে ইগা শিয়াটেক সবার কাছে ক্লে কোর্টের রানি হিসেবেই পরিচিত। তবে ঘাসের কোর্টে তার পারফরম্যান্স এতদিন ছিল একেবারেই বাজে। উইম্বলডনে কখনো কোয়ার্টার ফাইনালের বৈতরণীই পেরোতে পারেননি।