যে কারণে কোয়ার্টার ফাইনালে উঠেও তৃপ্তি নেই সিনারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১১: ১৪
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২: ০৬
বন্ধু দিমিত্রভকে কোর্ট ছাড়তে সহায়তা করছেন সিনার

গ্রিগর দিমিত্রভের সঙ্গে লড়াইয়ে পিছিয়েই ছিলেন ইয়ানিক সিনার। যদিও শেষ ষোলর ম্যাচটিতে হার নিয়ে কোর্ট ছাড়তে হয়নি তাকে। দিমিত্রভের ইনজুরির কারণে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন এই ইতালিয়ান তারকা। শেষ আটে উঠলেও তৃপ্ত নন তিনি। এটাকে জয়ই মনে হচ্ছে না তার কাছে।

উইম্বলডনের পুরুষ এককে শেষ ষোল’র প্রথম দুই সেটে ৩-৬, ও ৫-৭ সেটে দিমিত্রভের কাছে হেরে যান সিনার। তৃতীয় সেট যখন ২-২ সমতায়- তখন বুকের মাংসপেশিতে চোট পান দিমিত্রভ। এজন্য আর খেলা চালিয়ে যেতে পারেননি এই বুলগেরিয়ান তারকা। কিছুক্ষণ পড়ে থাকার পর সিনারের সহায়তায় কোর্ট ছাড়তে বাধ্য হন দিমিত্রভ। কোর্টের খেলায় পিছিয়ে থাকলেও ১৯তম বাছাইয়ের এমন অবস্থা দেখে মন খারাপ হয়েছে সিনারের।

বিজ্ঞাপন

সিনার বলেন, ‘এটাকে আমি জয় হিসেবে নিতে পারছি না। এমন ঘটনা সবার জন্যই দুঃখজনক। চোটের কারণে গত কয়েকটি গ্র্যান্ড স্লামে তাকে অনেক ভুগতে হয়েছে। আরও একবার সে চোট পেল। এমন কিছু দেখা মোটেও সহজ কথা নয়। দিমিত্রভের প্রতিক্রিয়াই বলে দেয় সে টেনিসকে কতটা ভালোবাসে। এমন সমাপ্তি কেউ আশা করে না। এটা আমাদের সবাইকে কষ্ট দিচ্ছে।’

সিনার আরো বলেন, ‘কি বলব বুঝতে পারছি না। দিমিত্রভ দারুণ একজন খেলোয়াড়। সে এদিনও সেটা প্রমাণ করেছে। সবশেষ কয়েক বছর ধরে ভাগ্য তার হয়ে কথা বলছে না। সে আমার দারুণ একজন বন্ধু। আমাদের দুজনের বোঝাপড়া কোর্টের বাইরেও ভালো। যদি কোনো সুযোগ থাকে তাহলে কোয়ার্টার ফাইনালে খেলা তার প্রাপ্য।’

বিষয়:

উইম্বলডন

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত