রাদুকানুর জয়, পাওলিনির বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ২১: ১৫

দুর্দান্ত খেলে যাচ্ছেন এমা রাদুকানু। দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে এ ব্রিটিশ তারকা টিকিট কেটেছেন উইম্বলডনের তৃতীয় রাউন্ডের। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাদুকানু ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভাকে। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম আসরে জয়ের দেখা পেয়েছেন এলিনা সোভিতোলিনাও। ইউক্রেনের এ তারকা ৬-২ ও ৬-৪ গেমে ধরাশায়ী করেছেন বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচকে।

বিজ্ঞাপন

লন্ডনের এ টেনিস টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে রাদুকানুর সঙ্গী হতে পারেননি জেসমিন পাওলিনি। ইতালিয়ান এ তারকা ৬-৪, ৪-৬ ও ৪-৬ গেমে হার মেনেছেন রাশিয়ান খেলোয়াড় কামিলা রাখিমোভার কাছে। তবে যুক্তরাষ্ট্রের অ্যাশলিন ক্রয়েগারও বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। ৬-৭ (৪-৭) ও ৪-৬ গেমে হেরে যান তিনি রুশ প্রতিপক্ষ আনাস্তাসিয়া পাভলুচেনকোভার বিপক্ষে। মেডিসন কিস ঠিকই জয়ের দেখা পেয়েছেন। এ মার্কিন তারকা ৬-৪ ও ৬-২ গেমে জেতেন ক্রোয়েশিয়ার ওলগা ডানিলোভিচোর বিপক্ষে।

আর মেয়েদের এককের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন এমা নাভারো। যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড়ের কাছে ৬-১ ও ৬-২ ব্যবধানে হার মেনেছেন রাশিয়ার ভেরোনিকা কুদারমেতোভা। তৃতীয় রাউন্ডে নাম লিখেছেন রাশিয়ার মিরা আন্দ্রেভা। ৬-১ ও ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন তিনি ইতালির লুসিয়া ব্রোঞ্জেত্তিকে।

পুরুষদের এককে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন কারেন কাচানোভ। রাশিয়ান এ স্টার খেলোয়াড় ১-৬, ৭-৬ (৯-৭), ৪-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারান জাপানের শিনতারো মোচিজুকিকে। জয় ছিনিয়ে নিয়েছেন আন্দ্রে রুবলেভও। রাশিয়ার এ খেলোয়াড় ৬-৭ (১-৭), ৬-৪, ৭-৬ (৭-৫) ও ৬-৩ গেমে হারান দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসকে।

বিষয়:

উইম্বলডন

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত