উইম্বলডন

জোকোভিচের বিদায়, ফাইনালে সিনার-আলকারাজ মহারণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০১: ২৯
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৮: ০৫
জানিক সিনার ও কার্লোস আলকারাজ

স্নায়ুচাপটা ধরে রাখলেন শেষ পর্যন্ত। তার সুফলও পেলেন কার্লোস আলকারাজ। চতুর্থ সেটের রোমাঞ্চকর টাইব্রেকারে জিতে উইম্বলডনের ফাইনালের টিকিট কেটেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এ স্প্যানিশ তারকা। সেমিফাইনালে টেলর ফ্রিটজকে হারিয়ে অল ইংল্যান্ড ক্লাবে হ্যাটট্রিক শিরোপা জয় থেকে হাত ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছেন আলকারাজ। মাইলফলকটিতে পৌঁছতে আগামীকাল রোববারের ফাইনালে আলকারাজ মুখোমুখি হবেন শীর্ষ বাছাই জানিক সিনারের।


সেমিফাইনালের অন্য ম্যাচে বলতে গেলে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি নোভাক জোকোভিচ। সাবেক এ নাম্বার ওয়ানকে ৬-৩, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন ইতালিয়ান স্টার খেলোয়াড় সিনার। গত দুইবার সার্বিয়ান সুপারস্টার জোকোভিচকে শিরোপা জয়ের লড়াইয়ে হতাশ করেছিলেন আলকারাজ। এবার সেমিফাইনাল থেকে জোকোভিচ বিদায় নেওয়ায় দুজনের দ্বৈরথ গড়াল না ফাইনালে। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম ট্রফির জন্য অপেক্ষা বাড়ল সার্বিয়ান তারকার।

বিজ্ঞাপন



লন্ডনের কোর্টে দাপুটে পারফরম্যান্সই উপহার দিয়েছেন আলকারাজ। লড়াইয়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে গেছেন। শক্তিশালী সার্ভ থেকে সুনিপুণ শট হিটিংয়ের সক্ষমতা প্রদর্শনের সঙ্গে প্রচন্ড চাপের মাঝে মাথা ঠান্ডা রেখে হেসেছেন শেষ হাসি। শেষ চারের লড়াইয়ে জিতেছেন ৬-৪, ৫-৭, ৬-৩ ও ৭-৬ (৮-৬) গেমে।


আলকারাজের সেমির দুরন্ত পারফরম্যান্সই কঠিন এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তার প্রতিপক্ষের প্রতি। শিরোপা নির্ধারণী ম্যাচে জানিক সিনারের জন্য আলকারাজকে হারিয়ে আসরের শ্রেষ্ঠত্ব পাওয়াটা বেশ কঠিনই হবে। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইতালিয়ান তারকা সিনারের জন্য ফাইনালের মঞ্চ হবে এক অগ্নি পরীক্ষা।



জয় নিশ্চিত হতেই দুই হাত মুষ্টিবদ্ধ করে সমস্ত শক্তি দিয়ে আকাশের পানে তাকিয়ে উঠেন গর্জে আলকারাজ। ম্যাচ শেষে বলেন, 'সত্যি কঠিন এক ম্যাচ ছিল এটি। কন্ডিশনও ছিল কঠিন, সত্যিই উতপ্ত। শান্ত থাকতে পেরে নিজেকে নিয়ে সত্যি গর্বিত আমি।'

বিষয়:

উইম্বলডন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত