আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেমিফাইনালে আলকারাজ-সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
সেমিফাইনালে আলকারাজ-সাবালেঙ্কা
কার্লোস আলকারাজ, ছবি: এক্স হ্যান্ডেল

দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তিনি। শেষ আটে কার্লোস আলকারাজ খেললেন ঠিক শিরোপাধারীর মতোই। দুর্দান্ত পারফরম্যান্সে উড়িয়ে দিলেন ব্রিটিশ প্রতিপক্ষ ক্যামেরুন নরিকে। ৬-২, ৬-৩ ও ৬-৩ গেমে জিতে দ্বিতীয় বাছাই আলকারাজ নাম লিখেছেন উইম্বলডনের সেমিফাইনালে। এ নিয়ে টানা ২৩ ম্যাচ জিতে লন্ডনের এ কোর্টে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে আরো এক ধাপ এগিয়ে গেলেন এ স্প্যানিশ তারকা। শেষ চারে তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ট্রেলর ফ্রিটজ।


অন্যদিকে মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে প্রথম সেট হেরে পিছিয়ে পড়েছিলেন আরিনা সাবালেঙ্কা। কিন্তু পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে সেমির টিকিট নিজের করে নিয়েছেন বেলারুশের এ তারকা। জার্মানির লরা সিগমুন্ডকে ৪-৬, ৬-২ ও ৬-৪ গেমে হারান তিনি। শেষ চারে সাবালেঙ্কা লড়বেন যুক্তরাষ্ট্রের আমান্ডা অ্যানিসিমোভার বিপক্ষে।



কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নই দেখেছিলেন গ্রিগর দিমিত্রোভ। প্রথম দুই সেট টানা জিতে এগিয়েও ছিলেন। কিন্তু তৃতীয় সেটে এসে আর ভাগ্যটা সহায় হয়নি। ইনজুরি পেয়ে বসে বুলগেরিয়ান এ তারকাকে। তাই তো চোখের জলে উইম্বলডন থেকে বিদায় নেন বিধ্বস্ত দিমিত্রোভ। আর কোনো সেট না জিতেই ওয়াকওভার পেয়ে শেষ আটের টিকিট কাটেন জানিক সিনার। একেই হয়তো বলে- কারো পৌষ, কারো সর্বনাশ! তবে মেয়েদের এককের কোয়ার্টারে নিজের নাম ঠিকই লিখে ফেলেছেন ইগা শিয়াটেক।

বিজ্ঞাপন


লন্ডনের সেন্টার কোর্টে রোমাঞ্চকর ম্যাচে দিমিত্রোভ প্রথম দুই সেটে পাত্তাই দেননি সিনারকে। ইতালিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দেন ৬-৩ ও ৭-৫ গেমে। তৃতীয় সেটে যখন ২-২ গেমে সমতা চলছে, ঠিক তখনই এস সার্ভ করেই বুকের ডান পাশ ধরে কোর্টের ওপর পড়ে যান দিমিত্রোভ। পরে চোখের জলে প্রায় ‘জেতা’ ম্যাচটাই ছেড়ে দেন দিমিত্রোভ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন