ফরাসি ওপেনের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছেন পাঁচবার। যে কারণে ইগা শিয়াটেক সবার কাছে ক্লে কোর্টের রানি হিসেবেই পরিচিত। তবে ঘাসের কোর্টে তার পারফরম্যান্স এতদিন ছিল একেবারেই বাজে। উইম্বলডনে কখনো কোয়ার্টার ফাইনালের বৈতরণীই পেরোতে পারেননি। ২০১৮ সালে জুনিয়র উইম্বলডনের শিরোপা জিতলেও সিনিয়র লেভেলে ঘাসের কোর্টে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি কখনো। সেই শিয়াটেক এবার উইম্বলডনের ফাইনালে নাম লিখেছেন। সে আবার প্রথমবারের মতো। অষ্টম বাছাই শিয়াটেক ফাইনালের টিকিট কেটে যারপরনাই বিস্মিত। এসডব্লিউ১৯-এর শিরোপা হাতছানি দিয়ে ডাকছে পোল্যান্ডের এই তারকাকে। আজ শনিবার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে পাঁচ গ্র্যান্ড স্ল্যামের মালিক খেলবেন ১৩তম বাছাই যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভার বিপক্ষে।
অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, চলতি বছর বর্ণিল গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে সেরা সাফল্য পেতে যাচ্ছেন ২৪ বছরের শিয়াটেক। আর সেটা হবে অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে। বাস্তবে তেমনটাই ঘটতে যাচ্ছে। ক্লে কোর্টে ট্রফি জয়ের স্বাদ চারবার নিয়েছেন। হার্ড কোর্টের শিরোপাও নিজের শোকেসে সাজিয়ে রেখেছেন। ২০২২ সালে তিউনিশিয়ার অনস জোবায়েরকে হারিয়ে ইউএস ওপেনের রাজত্ব নিজের করে নিয়েছিলেন। এবার ঘাসের কোর্টের শিরোপাখরা কাটানোর পালা। আজ তার মিশন হলো, মেজর ট্রফি জয়ের সংখ্যা পাঁচ থেকে ছয়ে নিয়ে যাওয়ার।
লন্ডনের সেন্টার কোর্টে শিয়াটেকের মতো তার প্রতিপক্ষ আনিসিমোভাও উইম্বলডনে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে যাচ্ছেন। ২৩ বছরের এই মার্কিন তরুণীর আবার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল এটি। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল এখন পর্যন্ত মেজর আসরে তার সেরা সাফল্য। গত বছর বাছাই পর্বের বাধাও টপকাতে পারেননি। সেই আনিসিমোভা এবার ফাইনালে লড়বেন লাল দুর্গের হ্যাটট্রিক শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করা শিয়াটেকের বিপক্ষে।

