স্পোর্টস ডেস্ক
কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নই দেখেছিলেন গ্রিগর দিমিত্রোভ। প্রথম দুই সেট টানা জিতে এগিয়েও ছিলেন। কিন্তু তৃতীয় সেটে এসে আর ভাগ্যটা সহায় হয়নি। ইনজুরি পেয়ে বসে বুলগেরিয়ান এ তারকাকে। তাই তো চোখের জলে উইম্বলডন থেকে বিদায় নেন বিধ্বস্ত দিমিত্রোভ। আর কোনো সেট না জিতেই ওয়াকওভার পেয়ে শেষ আটের টিকিট কাটেন জানিক সিনার। একেই হয়তো বলে- কারো পৌষ, কারো সর্বনাশ! তবে মেয়েদের এককের কোয়ার্টারে নিজের নাম ঠিকই লিখে ফেলেছেন ইগা শিয়াটেক।
লন্ডনের সেন্টার কোর্টে রোমাঞ্চকর ম্যাচে দিমিত্রোভ প্রথম দুই সেটে পাত্তাই দেননি সিনারকে। ইতালিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দেন ৬-৩ ও ৭-৫ গেমে। তৃতীয় সেটে যখন ২-২ গেমে সমতা চলছে, ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। এস সার্ভ করেই বুকের ডান পাশ ধরে কোর্টের ঘাসের ওপর পড়ে যান দিমিত্রোভ। দেখেই বোঝা যাচ্ছিল, তার অবস্থা ছিল গুরুতর। সিনার ছুটে যান তার দিকে। নিজের চেয়ারে ফিরে চিকিৎসকের কাছে শুশ্রূষা নিয়ে কিছুক্ষণের জন্য কোর্ট ছেড়ে চলেও যান। পরে কোর্টে ফিরলেও তার চোখে ছিল জল। প্রতিপক্ষ সিনারের সঙ্গে হাত মিলিয়ে প্রায় ‘জেতা’ ম্যাচটাই ছেড়ে দেন দিমিত্রোভ। রাউন্ড অব সিক্সটিনে পুরুষদের এককের অন্য ম্যাচে জয়ের দেখা পেয়েছেন বেন শেল্টন। যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড় ৩-৬, ৬-১, ৭-৬, (৭-১), ৭-৫ গেমে হারান সিনারের স্বদেশি লোরেনজো সোনেগোকে।
অষ্টম বাছাই শিয়াটেক ছিনিয়ে নিয়েছেন অনায়াস এক জয়। সরাসরি সেটে ডেনমার্কের ক্লারা টাউসনকে ৬-৪ ও ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন এ পোলিশ তারকা। শিয়াটেকের সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছেন রাশিয়ার মিরা আন্দ্রেভা, লিউডমিলা সামসোননোভা, সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ ও যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাও।
কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নই দেখেছিলেন গ্রিগর দিমিত্রোভ। প্রথম দুই সেট টানা জিতে এগিয়েও ছিলেন। কিন্তু তৃতীয় সেটে এসে আর ভাগ্যটা সহায় হয়নি। ইনজুরি পেয়ে বসে বুলগেরিয়ান এ তারকাকে। তাই তো চোখের জলে উইম্বলডন থেকে বিদায় নেন বিধ্বস্ত দিমিত্রোভ। আর কোনো সেট না জিতেই ওয়াকওভার পেয়ে শেষ আটের টিকিট কাটেন জানিক সিনার। একেই হয়তো বলে- কারো পৌষ, কারো সর্বনাশ! তবে মেয়েদের এককের কোয়ার্টারে নিজের নাম ঠিকই লিখে ফেলেছেন ইগা শিয়াটেক।
লন্ডনের সেন্টার কোর্টে রোমাঞ্চকর ম্যাচে দিমিত্রোভ প্রথম দুই সেটে পাত্তাই দেননি সিনারকে। ইতালিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দেন ৬-৩ ও ৭-৫ গেমে। তৃতীয় সেটে যখন ২-২ গেমে সমতা চলছে, ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। এস সার্ভ করেই বুকের ডান পাশ ধরে কোর্টের ঘাসের ওপর পড়ে যান দিমিত্রোভ। দেখেই বোঝা যাচ্ছিল, তার অবস্থা ছিল গুরুতর। সিনার ছুটে যান তার দিকে। নিজের চেয়ারে ফিরে চিকিৎসকের কাছে শুশ্রূষা নিয়ে কিছুক্ষণের জন্য কোর্ট ছেড়ে চলেও যান। পরে কোর্টে ফিরলেও তার চোখে ছিল জল। প্রতিপক্ষ সিনারের সঙ্গে হাত মিলিয়ে প্রায় ‘জেতা’ ম্যাচটাই ছেড়ে দেন দিমিত্রোভ। রাউন্ড অব সিক্সটিনে পুরুষদের এককের অন্য ম্যাচে জয়ের দেখা পেয়েছেন বেন শেল্টন। যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড় ৩-৬, ৬-১, ৭-৬, (৭-১), ৭-৫ গেমে হারান সিনারের স্বদেশি লোরেনজো সোনেগোকে।
অষ্টম বাছাই শিয়াটেক ছিনিয়ে নিয়েছেন অনায়াস এক জয়। সরাসরি সেটে ডেনমার্কের ক্লারা টাউসনকে ৬-৪ ও ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন এ পোলিশ তারকা। শিয়াটেকের সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছেন রাশিয়ার মিরা আন্দ্রেভা, লিউডমিলা সামসোননোভা, সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ ও যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাও।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে