‘হেরেও’ কোয়ার্টার ফাইনালে সিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০০: ০০

কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নই দেখেছিলেন গ্রিগর দিমিত্রোভ। প্রথম দুই সেট টানা জিতে এগিয়েও ছিলেন। কিন্তু তৃতীয় সেটে এসে আর ভাগ্যটা সহায় হয়নি। ইনজুরি পেয়ে বসে বুলগেরিয়ান এ তারকাকে। তাই তো চোখের জলে উইম্বলডন থেকে বিদায় নেন বিধ্বস্ত দিমিত্রোভ। আর কোনো সেট না জিতেই ওয়াকওভার পেয়ে শেষ আটের টিকিট কাটেন জানিক সিনার। একেই হয়তো বলে- কারো পৌষ, কারো সর্বনাশ! তবে মেয়েদের এককের কোয়ার্টারে নিজের নাম ঠিকই লিখে ফেলেছেন ইগা শিয়াটেক।

বিজ্ঞাপন

লন্ডনের সেন্টার কোর্টে রোমাঞ্চকর ম্যাচে দিমিত্রোভ প্রথম দুই সেটে পাত্তাই দেননি সিনারকে। ইতালিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দেন ৬-৩ ও ৭-৫ গেমে। তৃতীয় সেটে যখন ২-২ গেমে সমতা চলছে, ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। এস সার্ভ করেই বুকের ডান পাশ ধরে কোর্টের ঘাসের ওপর পড়ে যান দিমিত্রোভ। দেখেই বোঝা যাচ্ছিল, তার অবস্থা ছিল গুরুতর। সিনার ছুটে যান তার দিকে। নিজের চেয়ারে ফিরে চিকিৎসকের কাছে শুশ্রূষা নিয়ে কিছুক্ষণের জন্য কোর্ট ছেড়ে চলেও যান। পরে কোর্টে ফিরলেও তার চোখে ছিল জল। প্রতিপক্ষ সিনারের সঙ্গে হাত মিলিয়ে প্রায় ‘জেতা’ ম্যাচটাই ছেড়ে দেন দিমিত্রোভ। রাউন্ড অব সিক্সটিনে পুরুষদের এককের অন্য ম্যাচে জয়ের দেখা পেয়েছেন বেন শেল্টন। যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড় ৩-৬, ৬-১, ৭-৬, (৭-১), ৭-৫ গেমে হারান সিনারের স্বদেশি লোরেনজো সোনেগোকে।

অষ্টম বাছাই শিয়াটেক ছিনিয়ে নিয়েছেন অনায়াস এক জয়। সরাসরি সেটে ডেনমার্কের ক্লারা টাউসনকে ৬-৪ ও ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন এ পোলিশ তারকা। শিয়াটেকের সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছেন রাশিয়ার মিরা আন্দ্রেভা, লিউডমিলা সামসোননোভা, সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ ও যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাও।

বিষয়:

উইম্বলডন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত