স্পোর্টস ডেস্ক
প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছেন পোল্যান্ডের ইগা শিয়াটেক। ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে জিতেছেন ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্লাম, যেটা তার জন্য বিশেষ কিছু। ঘাসের কোর্টের এই শিরোপাকে বাকি পাঁচটির চেয়ে এগিয়ে রেখেছেন পোলিশ তরুণী। টেনিস উপভোগ করাই সাফল্যের মূলমন্ত্র বলে জানিয়েছেন শিয়াটেক।
শিরোপা জয়ের পর স্কাই স্পোর্টসকে শিয়াটেক বলেন, ‘ইতোমধ্যে দুই ঘণ্টা ধরে শিরোপা উৎসব হয়েছে। এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। মনে হচ্ছে, টেনিস আমাকে অবাক করে দিয়েছে এবং আমি নিজেও অবাক হয়েছি। পুরো প্রক্রিয়াটা নিয়ে আমি আসলেই অনেক খুশি। ঘাসের কোর্টে (উইম্বলডনে) পা দেয়ার প্রথম দিন থেকেই এটা (শিরোপা) চেয়েছিলাম। তাই এটা আমার কাছে বিশেষ কিছু। আমি আবারও বলতে চাই অপ্রত্যাশিত!’
‘এটা আমাকে খুবই আবেগতাড়িত করেছে। কারণ আমি জানতাম শুধু রোলা গারোতেই ভালো খেলি। কিন্তু এখানে (উইম্বলডন) আমি নিশ্চিত ছিলাম না। নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি সব শিরোপার জন্যই অনেক কঠিন পরিশ্রম করেছি। তাই একটা রেখে আরেকটা এগিয়ে রাখার সুযোগ নেই। তবু আমি উইম্বলডন এবং ইউএস ওপেনকে বিশেষভাবে এগিয়ে রাখব। এটা সহজ ছিল না। ভালো টেনিসের চেয়েও ভালো খেলতে হয়েছে আমাকে এবং এরপর এটা ধরা দিয়েছে।’- যোগ করেন শিয়াটেক।
সময়টা উপভোগ করতে চেয়েছেন জানিয়ে পোলিশ সুন্দরী আরো বলেন, ‘টেনিস মানসিক সমর্থনের মতো। কিন্তু এটা জিততে হলে আপনাকে প্রয়োজনীয় সবকিছুই করতে হবে। ভালো টেনিস খেলতে হবে, শক্ত-সামর্থ্য থাকতে হবে, ক্লান্ত হওয়া যাবে না, মনোযোগ ধরে রাখতে হবে। আজ আমি সেন্টার কোর্টে সময়টা উপভোগ করতে চেয়েছি কারণ আবার এই মুহূর্ত আসবে কি না সেটা নিশ্চিত না (হাসি)। চাপে থেকেও আমি মনোযোগ ধরে রেখেছি। কিন্তু আমি শুধু আমার কাজটা করে যেতে চেয়েছি, তাতেই সাফল্য।’
প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছেন পোল্যান্ডের ইগা শিয়াটেক। ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে জিতেছেন ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্লাম, যেটা তার জন্য বিশেষ কিছু। ঘাসের কোর্টের এই শিরোপাকে বাকি পাঁচটির চেয়ে এগিয়ে রেখেছেন পোলিশ তরুণী। টেনিস উপভোগ করাই সাফল্যের মূলমন্ত্র বলে জানিয়েছেন শিয়াটেক।
শিরোপা জয়ের পর স্কাই স্পোর্টসকে শিয়াটেক বলেন, ‘ইতোমধ্যে দুই ঘণ্টা ধরে শিরোপা উৎসব হয়েছে। এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। মনে হচ্ছে, টেনিস আমাকে অবাক করে দিয়েছে এবং আমি নিজেও অবাক হয়েছি। পুরো প্রক্রিয়াটা নিয়ে আমি আসলেই অনেক খুশি। ঘাসের কোর্টে (উইম্বলডনে) পা দেয়ার প্রথম দিন থেকেই এটা (শিরোপা) চেয়েছিলাম। তাই এটা আমার কাছে বিশেষ কিছু। আমি আবারও বলতে চাই অপ্রত্যাশিত!’
‘এটা আমাকে খুবই আবেগতাড়িত করেছে। কারণ আমি জানতাম শুধু রোলা গারোতেই ভালো খেলি। কিন্তু এখানে (উইম্বলডন) আমি নিশ্চিত ছিলাম না। নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি সব শিরোপার জন্যই অনেক কঠিন পরিশ্রম করেছি। তাই একটা রেখে আরেকটা এগিয়ে রাখার সুযোগ নেই। তবু আমি উইম্বলডন এবং ইউএস ওপেনকে বিশেষভাবে এগিয়ে রাখব। এটা সহজ ছিল না। ভালো টেনিসের চেয়েও ভালো খেলতে হয়েছে আমাকে এবং এরপর এটা ধরা দিয়েছে।’- যোগ করেন শিয়াটেক।
সময়টা উপভোগ করতে চেয়েছেন জানিয়ে পোলিশ সুন্দরী আরো বলেন, ‘টেনিস মানসিক সমর্থনের মতো। কিন্তু এটা জিততে হলে আপনাকে প্রয়োজনীয় সবকিছুই করতে হবে। ভালো টেনিস খেলতে হবে, শক্ত-সামর্থ্য থাকতে হবে, ক্লান্ত হওয়া যাবে না, মনোযোগ ধরে রাখতে হবে। আজ আমি সেন্টার কোর্টে সময়টা উপভোগ করতে চেয়েছি কারণ আবার এই মুহূর্ত আসবে কি না সেটা নিশ্চিত না (হাসি)। চাপে থেকেও আমি মনোযোগ ধরে রেখেছি। কিন্তু আমি শুধু আমার কাজটা করে যেতে চেয়েছি, তাতেই সাফল্য।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে