উইম্বলডন
স্পোর্টস ডেস্ক
উইম্বলডনের তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন কার্লোস আলকারাজ। উইম্বলডনের টানা চ্যাম্পিয়ন এ মেগাস্টার লড়াইয়ে পাত্তাই দেন প্রতিপক্ষকে। দ্বিতীয় বাছাই এ স্প্যানিশ তারকা ৬-১, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন ব্রিটিশ খেলোয়াড় অলিভার টারভেটকে।
মেয়েদের এককের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন আরিনা সাবালেঙ্কা ও নাওমি ওসাকা। শীর্ষ বাছাই বেলারুশের সাবালেঙ্কা ৭-৬ (৭-৪) ও ৬-৪ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের মেরি বুজকোভাকে। জাপানের ওসাকা ৬-৩ ও ৬-২ গেমে জেতেন চেক তারকা ক্যাটেরিনা সিনিয়াকোভার বিপক্ষে।
হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নোভাক জোকোভিচ। শরীরটা সায় দিচ্ছিল না ম্যাচে। তৃতীয় সেটে শুরু হয়ে যায় পেটের ব্যথা। কিছুতেই যেন টিকতে পারছিলেন না কোর্টে। শেষে উপায়ান্তর না দেখে মেডিকেল টাইম আউট নেন এ সার্বিয়ান সুপারস্টার। শুশ্রূষা নিয়েই ফিট হয়ে যান। সুস্থ হয়ে ম্যাচটিও নিজের করে নেন সাবেক এ নাম্বার ওয়ান। দুর্দান্ত জয়ে জোকোভিচ পৌঁছে গেছেন উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে।
মঙ্গলবার রাতে সেন্টার কোর্টে টুর্নামেন্টের এ সপ্তমবারের চ্যাম্পিয়ন ৬-১, ৬-৭ (৭-৯), ৬-২ ও ৬-২ গেমে জেতেন ফরাসি প্রতিপক্ষ আলেক্সান্দ্রে মুলারের বিপক্ষে। দারুণ এ জয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের নতুন মিশনে এক ধাপ এগিয়ে গেলেন ষষ্ঠ বাছাই জোকোভিচ।
ইলেকট্রোলাইট পানীয় দিয়ে ওষুধ খাওয়ার পর অলৌকিকভাবে ফিট হয়ে যান জোকোভিচ। ম্যাচ শেষে এ নিয়ে ৩৮ বছরের এ মেগাস্টার বলেন, ‘দেড় সেটে নিজের সেরাটা অনুভব করার পর ৪৫ মিনিটের জন্য সবচেয়ে বাজে অনুভূতির মধ্য দিয়ে গেছি। এটা পেটের পীড়া কি না জানি না। তবে এটা আমাকে ভুগিয়েছে। তবে চিকিৎসকের দেওয়া অলৌকিক ওষুধ খাওয়ার পর শক্তি ফিরে পেয়েছি এবং ম্যাচটি ভালোভাবে শেষ করতে পেরেছি।’
দ্বিতীয় রাউন্ডে আগেই নাম লিখে ফেলেছেন জানিক সিনার। এ ইতালিয়ান তারকার সঙ্গে ২৪ মেজর ট্রফির মালিক জোকোভিচের দেখা হতে পারে সেমিফাইনালে। ৪ ঘণ্টা ৪০ মিনিটের ম্যারাথন ম্যাচে জার্মানির আলেক্সান্ডার জভেরেভ ৭-৬ (৭-৩), ৬-৭ (৮-১০), ৬-৩, ৬-৭ (৫-৭) ও ৬-৪ গেমে হার মানেন ফরাসি প্রতিপক্ষ আর্থার রাইন্ডার্কনেচের কাছে।
মেয়েদের একক থেকে বিদায় নিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। প্রথম রাউন্ডেই হার মেনেছেন বেলারুশের এ তারকা। রাশিয়ান প্রতিপক্ষ আনাস্তাসিয়া জাখারোভা ৬-২, ২-৬ ও ৬-১ গেমে ধরাশায়ী করেছেন আজারেঙ্কাকে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে টেনিসপ্রেমীদের হতাশ করেছেন কোকো গাউফও। ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে লন্ডনে পা রেখেই হারলেন যুক্তরাষ্ট্রের এ তারকা। উইম্বলডনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গাউফকে ৬-৭ (৩-৭) ও ৬-১ গেমে ধরাশায়ী করেছেন ইউক্রেনের ডায়ানা ইয়াস্ত্রেমস্কা।
উইম্বলডনের তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন কার্লোস আলকারাজ। উইম্বলডনের টানা চ্যাম্পিয়ন এ মেগাস্টার লড়াইয়ে পাত্তাই দেন প্রতিপক্ষকে। দ্বিতীয় বাছাই এ স্প্যানিশ তারকা ৬-১, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন ব্রিটিশ খেলোয়াড় অলিভার টারভেটকে।
মেয়েদের এককের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন আরিনা সাবালেঙ্কা ও নাওমি ওসাকা। শীর্ষ বাছাই বেলারুশের সাবালেঙ্কা ৭-৬ (৭-৪) ও ৬-৪ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের মেরি বুজকোভাকে। জাপানের ওসাকা ৬-৩ ও ৬-২ গেমে জেতেন চেক তারকা ক্যাটেরিনা সিনিয়াকোভার বিপক্ষে।
হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নোভাক জোকোভিচ। শরীরটা সায় দিচ্ছিল না ম্যাচে। তৃতীয় সেটে শুরু হয়ে যায় পেটের ব্যথা। কিছুতেই যেন টিকতে পারছিলেন না কোর্টে। শেষে উপায়ান্তর না দেখে মেডিকেল টাইম আউট নেন এ সার্বিয়ান সুপারস্টার। শুশ্রূষা নিয়েই ফিট হয়ে যান। সুস্থ হয়ে ম্যাচটিও নিজের করে নেন সাবেক এ নাম্বার ওয়ান। দুর্দান্ত জয়ে জোকোভিচ পৌঁছে গেছেন উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে।
মঙ্গলবার রাতে সেন্টার কোর্টে টুর্নামেন্টের এ সপ্তমবারের চ্যাম্পিয়ন ৬-১, ৬-৭ (৭-৯), ৬-২ ও ৬-২ গেমে জেতেন ফরাসি প্রতিপক্ষ আলেক্সান্দ্রে মুলারের বিপক্ষে। দারুণ এ জয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের নতুন মিশনে এক ধাপ এগিয়ে গেলেন ষষ্ঠ বাছাই জোকোভিচ।
ইলেকট্রোলাইট পানীয় দিয়ে ওষুধ খাওয়ার পর অলৌকিকভাবে ফিট হয়ে যান জোকোভিচ। ম্যাচ শেষে এ নিয়ে ৩৮ বছরের এ মেগাস্টার বলেন, ‘দেড় সেটে নিজের সেরাটা অনুভব করার পর ৪৫ মিনিটের জন্য সবচেয়ে বাজে অনুভূতির মধ্য দিয়ে গেছি। এটা পেটের পীড়া কি না জানি না। তবে এটা আমাকে ভুগিয়েছে। তবে চিকিৎসকের দেওয়া অলৌকিক ওষুধ খাওয়ার পর শক্তি ফিরে পেয়েছি এবং ম্যাচটি ভালোভাবে শেষ করতে পেরেছি।’
দ্বিতীয় রাউন্ডে আগেই নাম লিখে ফেলেছেন জানিক সিনার। এ ইতালিয়ান তারকার সঙ্গে ২৪ মেজর ট্রফির মালিক জোকোভিচের দেখা হতে পারে সেমিফাইনালে। ৪ ঘণ্টা ৪০ মিনিটের ম্যারাথন ম্যাচে জার্মানির আলেক্সান্ডার জভেরেভ ৭-৬ (৭-৩), ৬-৭ (৮-১০), ৬-৩, ৬-৭ (৫-৭) ও ৬-৪ গেমে হার মানেন ফরাসি প্রতিপক্ষ আর্থার রাইন্ডার্কনেচের কাছে।
মেয়েদের একক থেকে বিদায় নিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। প্রথম রাউন্ডেই হার মেনেছেন বেলারুশের এ তারকা। রাশিয়ান প্রতিপক্ষ আনাস্তাসিয়া জাখারোভা ৬-২, ২-৬ ও ৬-১ গেমে ধরাশায়ী করেছেন আজারেঙ্কাকে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে টেনিসপ্রেমীদের হতাশ করেছেন কোকো গাউফও। ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে লন্ডনে পা রেখেই হারলেন যুক্তরাষ্ট্রের এ তারকা। উইম্বলডনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গাউফকে ৬-৭ (৩-৭) ও ৬-১ গেমে ধরাশায়ী করেছেন ইউক্রেনের ডায়ানা ইয়াস্ত্রেমস্কা।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে