উইম্বলডন
স্পোর্টস ডেস্ক
লন্ডনে পা রেখেই দাপট দেখাচ্ছেন জানিক সিনার। নিজের দুরন্ত পারফরম্যান্সের ছন্দটা ধরে রাখলেন। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেও দেখালেন আধিপত্য। নিজের হাতের র্যাকেটকে বানিয়ে ফেলেছিলেন যেন খোলা তলোয়ার। তাই তো প্রতিপক্ষের সব শট কচুকাটা করলেন ইতালিয়ান এ তারকা। শীর্ষ বাছাই সিনার ৬-১, ৬-১ ও ৬-৩ গেমে উড়িয়ে দিলেন আলেক্সান্ডার ভুকিচকে। কোর্টের লড়াইয়ে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে কোনো পাত্তা না দিয়ে সিনার উঠে গেছেন টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে। তবে আসর থেকে বিদায় নিয়েছেন নাওমি ওসাকা।
পুরুষদের এককে জয়ের ধারা অব্যাহত রেখেছেন অবাছাই মারিন চিলিচও। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিস আসরের তৃতীয় রাউন্ডে সিনারের সঙ্গী হয়েছেন তিনিও। ক্রোয়েশিয়ান এ তারকা ৬-৪, ৬-৩, ১-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই ব্রিটিশ খেলোয়াড় জ্যাক ড্রেপারকে।
মেয়েদের এককে হতাশ করেছে নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন জাপানের এ তারকা। তার হৃদয় ভেঙে দিয়েছেন আনাস্তাসিয়া পাভলুচেনকোভা। তবে লড়াইয়ের শুরুটা জয় দিয়েই করেছিলেন ওসাকা। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে এগিয়ে ছিলেন কোর্টের লড়াইয়ে। কিন্তু পরের দুই সেটে আর লড়াই জমিয়ে তুলতে পারেননি। ৬-৪ ও ৬-৪ গেমে টানা শেষ দুই সেট জিতে চতুর্থ রাউন্ডের টিকিট নিজের করে নেন রুশ খেলোয়াড় পাভলুচেনকোভা।
জয়ের দেখা পেয়েছেন আমান্ডা আনিসিমোভাও। যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড় ৬-৩, ৫-৭ ও ৬-৩ গেমে ধরাশায়ী করেছেন হাঙ্গেরির দালমা গালফিকে। শেষ ষোলো পর্বে নাম লিখেছেন সোলানা সিয়েরাও। আর্জেন্টিনার এ খেলোয়াড় ৭-৫, ১-৬ ও ৬-১ গেমে জেতেন স্পেনের ক্রিস্টিনা বুসকার বিপক্ষে।
লন্ডনে পা রেখেই দাপট দেখাচ্ছেন জানিক সিনার। নিজের দুরন্ত পারফরম্যান্সের ছন্দটা ধরে রাখলেন। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেও দেখালেন আধিপত্য। নিজের হাতের র্যাকেটকে বানিয়ে ফেলেছিলেন যেন খোলা তলোয়ার। তাই তো প্রতিপক্ষের সব শট কচুকাটা করলেন ইতালিয়ান এ তারকা। শীর্ষ বাছাই সিনার ৬-১, ৬-১ ও ৬-৩ গেমে উড়িয়ে দিলেন আলেক্সান্ডার ভুকিচকে। কোর্টের লড়াইয়ে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে কোনো পাত্তা না দিয়ে সিনার উঠে গেছেন টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে। তবে আসর থেকে বিদায় নিয়েছেন নাওমি ওসাকা।
পুরুষদের এককে জয়ের ধারা অব্যাহত রেখেছেন অবাছাই মারিন চিলিচও। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিস আসরের তৃতীয় রাউন্ডে সিনারের সঙ্গী হয়েছেন তিনিও। ক্রোয়েশিয়ান এ তারকা ৬-৪, ৬-৩, ১-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই ব্রিটিশ খেলোয়াড় জ্যাক ড্রেপারকে।
মেয়েদের এককে হতাশ করেছে নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন জাপানের এ তারকা। তার হৃদয় ভেঙে দিয়েছেন আনাস্তাসিয়া পাভলুচেনকোভা। তবে লড়াইয়ের শুরুটা জয় দিয়েই করেছিলেন ওসাকা। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে এগিয়ে ছিলেন কোর্টের লড়াইয়ে। কিন্তু পরের দুই সেটে আর লড়াই জমিয়ে তুলতে পারেননি। ৬-৪ ও ৬-৪ গেমে টানা শেষ দুই সেট জিতে চতুর্থ রাউন্ডের টিকিট নিজের করে নেন রুশ খেলোয়াড় পাভলুচেনকোভা।
জয়ের দেখা পেয়েছেন আমান্ডা আনিসিমোভাও। যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড় ৬-৩, ৫-৭ ও ৬-৩ গেমে ধরাশায়ী করেছেন হাঙ্গেরির দালমা গালফিকে। শেষ ষোলো পর্বে নাম লিখেছেন সোলানা সিয়েরাও। আর্জেন্টিনার এ খেলোয়াড় ৭-৫, ১-৬ ও ৬-১ গেমে জেতেন স্পেনের ক্রিস্টিনা বুসকার বিপক্ষে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
২ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
২ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৬ ঘণ্টা আগে