শেষ ষোলোতে আলকারাজ, রাদুকানুকে বিদায় করলেন সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২০: ৫৯

দুর্দান্ত জয়ে প্রথম সেটটা নিজের করে নেন কার্লোস আলকারাজ। ব্যবধানটা ৬-১ গেমের! কোর্টের লড়াইয়ে র‌্যাকেট হাতে এতটাই দাপট দেখান যে, প্রতিপক্ষ পাত্তাই পাননি। কিন্তু দ্বিতীয় সেটেই পতন ঘটে ছন্দের। এবার আধিপত্য বিস্তার করেন জান-লেনার্ড স্ট্রাফ। ৬-৩ গেমের দুর্দান্ত জয়ে সেটটি নিজের করে নিয়ে সমতায় ফেরেন জার্মানির এ তারকা। উইম্বলডনের সেন্টার কোর্টের আকাশে তখন অঘটনের আভাস। কিন্তু স্প্যানিশ তারকা আলকারাজ তেমন কিছু হতে দেননি।

বিজ্ঞাপন

পরের দুই সেট টানা ৬-৩ ও ৬-৪ গেমে জিতে চতুর্থ রাউন্ডের টিকিট পকেটে পুরেন এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দুরন্ত এ জয়ে আসরে টানা তৃতীয় শিরোপা জয়ের পথে আরেকটু এগিয়ে রইলেন আলকারাজ। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের এ টুর্নামেন্টের শেষ ষোলো পর্বে তিনি লড়বেন রাশিয়ার আন্দ্রে রুবলেভের বিপক্ষে। নারী এককে জয়ের ছন্দে রয়েছেন আরিনা সাবালেঙ্কাও। বেলারুশ তারকা উঠে গেছেন চতুর্থ রাউন্ডে।

টুর্নামেন্টের ১৪তম বাছাই রুবলেভ তৃতীয় রাউন্ডে হারিয়েছেন আদ্রিয়ান ম্যানারিনোকে। ফ্রান্সের এ খেলোয়াড়কে ৭-৫, ৬-২ ও ৬-৩ গেমে হারান এ রুশ তারকা। জয় ছিনিয়ে নিয়েছেন কারেন খাচানোভও। রুবলেভের এ স্বদেশি ছোটখাটো ম্যারাথন ম্যাচে ৭-৬ (৮-৬), ৪-৬, ৪-৬, ৬-৩ ও ৭-৬ (১০-৮) গেমে ধরাশায়ী করেছেন পর্তুগালের নুনো বোর্জেসকে।

মেয়েদের এককে শীর্ষ বাছাই সাবালেঙ্কা ৭-৬ (৮-৬) ও ৬-৪ গেমে হারান ব্রিটিশ তারকা এমা রাদুকানুকে। তবে হতাশ করেছেন ষষ্ঠ বাছাই মেডিসন কিস। যুক্তরাষ্ট্রের এ তারকা ৩-৬ ও ৩-৬ গেমে উড়ে গেছেন জার্মানির অবাছাই খেলোয়াড় লরা সিগমুন্ডের কাছে। জয়ের দেখা পেয়েছেন এলিসে মার্টেন্সও। বেলজিয়ামের এ খেলোয়াড় ৬-১ ও ৭-৬ (৭-৪) গেমে ধরাশায়ী করেছেন ইউক্রেনের এলিনা সোভিতোলিনাকে।

বিষয়:

উইম্বলডন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত