স্পোর্টস ডেস্ক
রজার ফেদেরার দর্শক সারিরে বসে ছিলেন- আগে কখনও এমন ম্যাচ জিতে পারেননি নোভাক জোকোভিচ। অবশেষে সেই কুফা দূর করলেন সার্বিয়ান তারকা। উইম্বলডনের শেষ ষোলতে অ্যালেক্স ডি মিনাউরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন তিনি। সেটা খুশিতে ভাসাচ্ছে এই টেনিস তারকাকে।
অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে এদিন সস্ত্রীক টেনিসের লড়াই দেখতে আসেন ফেদেরার। দর্শক গ্যালারিতে কিংবদন্তি টেনিস তারকার উপস্থিতিতে যেন আগের মতোই নিজেকে হারিয়ে ফেলেন জোকোভিচ। মিনাউরের কাছে প্রথম সেট হেরে যান ১-৬ ব্যবধানে। তাতে মনে হচ্ছিল এবারও বুঝি ফেদেরারের সামনে জয়বঞ্চিত থেকে যাবেন ৩৮ বছর বয়সী তারকা।
যদিও সবার ধারণা পাল্টে দিতেও সময় নেননি জোকোভিচ। দুর্দান্ত প্রত্যাবর্তনে দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জিতে সমতা টানেন। এরপর সমান গেমে পরের ২ সেটও জিতে নেন সার্বিয়ান টেনিস তারকা। সেই সঙ্গে শেষ আটের টিকিট নিশ্চিত হয় তার।
একচেটিয়া লড়াই শেষে জোকোভিচ বলেন, ‘এমন ঘটনা প্রথমবারের মতো ঘটল, যখন নাকি আমি ফেদেরারের সামনে জিতলাম (হাসি)। এর আগে বেশ কয়েকবার আমি তার সামনে হেরে গেছি। অবশেষে সেই কুফা কাটাতে পেরেছি। তাই ভালো লাগছে।’
জোকোভিচ আরও বলেন, ‘ফেদেরার বড় মানের চ্যাম্পিয়ন। তাকে আমি অনেক সম্মান করি। আমরা একই সঙ্গে অনেক বছর ধরে টেনিস কোর্টে উপভোগ করেছি। আরও একবার তাকে কোর্টে ফিরে পাওয়াটা আমার জন্য ভাগ্যের ব্যাপার।’
রজার ফেদেরার দর্শক সারিরে বসে ছিলেন- আগে কখনও এমন ম্যাচ জিতে পারেননি নোভাক জোকোভিচ। অবশেষে সেই কুফা দূর করলেন সার্বিয়ান তারকা। উইম্বলডনের শেষ ষোলতে অ্যালেক্স ডি মিনাউরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন তিনি। সেটা খুশিতে ভাসাচ্ছে এই টেনিস তারকাকে।
অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে এদিন সস্ত্রীক টেনিসের লড়াই দেখতে আসেন ফেদেরার। দর্শক গ্যালারিতে কিংবদন্তি টেনিস তারকার উপস্থিতিতে যেন আগের মতোই নিজেকে হারিয়ে ফেলেন জোকোভিচ। মিনাউরের কাছে প্রথম সেট হেরে যান ১-৬ ব্যবধানে। তাতে মনে হচ্ছিল এবারও বুঝি ফেদেরারের সামনে জয়বঞ্চিত থেকে যাবেন ৩৮ বছর বয়সী তারকা।
যদিও সবার ধারণা পাল্টে দিতেও সময় নেননি জোকোভিচ। দুর্দান্ত প্রত্যাবর্তনে দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জিতে সমতা টানেন। এরপর সমান গেমে পরের ২ সেটও জিতে নেন সার্বিয়ান টেনিস তারকা। সেই সঙ্গে শেষ আটের টিকিট নিশ্চিত হয় তার।
একচেটিয়া লড়াই শেষে জোকোভিচ বলেন, ‘এমন ঘটনা প্রথমবারের মতো ঘটল, যখন নাকি আমি ফেদেরারের সামনে জিতলাম (হাসি)। এর আগে বেশ কয়েকবার আমি তার সামনে হেরে গেছি। অবশেষে সেই কুফা কাটাতে পেরেছি। তাই ভালো লাগছে।’
জোকোভিচ আরও বলেন, ‘ফেদেরার বড় মানের চ্যাম্পিয়ন। তাকে আমি অনেক সম্মান করি। আমরা একই সঙ্গে অনেক বছর ধরে টেনিস কোর্টে উপভোগ করেছি। আরও একবার তাকে কোর্টে ফিরে পাওয়াটা আমার জন্য ভাগ্যের ব্যাপার।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
২ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
২ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৬ ঘণ্টা আগে