‘ফেদেরার কুফা’ কাটিয়ে খুশিতে ভাসছেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১১: ৩৭
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১১: ৩৮

রজার ফেদেরার দর্শক সারিরে বসে ছিলেন- আগে কখনও এমন ম্যাচ জিতে পারেননি নোভাক জোকোভিচ। অবশেষে সেই কুফা দূর করলেন সার্বিয়ান তারকা। উইম্বলডনের শেষ ষোলতে অ্যালেক্স ডি মিনাউরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন তিনি। সেটা খুশিতে ভাসাচ্ছে এই টেনিস তারকাকে।

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে এদিন সস্ত্রীক টেনিসের লড়াই দেখতে আসেন ফেদেরার। দর্শক গ্যালারিতে কিংবদন্তি টেনিস তারকার উপস্থিতিতে যেন আগের মতোই নিজেকে হারিয়ে ফেলেন জোকোভিচ। মিনাউরের কাছে প্রথম সেট হেরে যান ১-৬ ব্যবধানে। তাতে মনে হচ্ছিল এবারও বুঝি ফেদেরারের সামনে জয়বঞ্চিত থেকে যাবেন ৩৮ বছর বয়সী তারকা।

বিজ্ঞাপন

যদিও সবার ধারণা পাল্টে দিতেও সময় নেননি জোকোভিচ। দুর্দান্ত প্রত্যাবর্তনে দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জিতে সমতা টানেন। এরপর সমান গেমে পরের ২ সেটও জিতে নেন সার্বিয়ান টেনিস তারকা। সেই সঙ্গে শেষ আটের টিকিট নিশ্চিত হয় তার।

একচেটিয়া লড়াই শেষে জোকোভিচ বলেন, ‘এমন ঘটনা প্রথমবারের মতো ঘটল, যখন নাকি আমি ফেদেরারের সামনে জিতলাম (হাসি)। এর আগে বেশ কয়েকবার আমি তার সামনে হেরে গেছি। অবশেষে সেই কুফা কাটাতে পেরেছি। তাই ভালো লাগছে।’

জোকোভিচ আরও বলেন, ‘ফেদেরার বড় মানের চ্যাম্পিয়ন। তাকে আমি অনেক সম্মান করি। আমরা একই সঙ্গে অনেক বছর ধরে টেনিস কোর্টে উপভোগ করেছি। আরও একবার তাকে কোর্টে ফিরে পাওয়াটা আমার জন্য ভাগ্যের ব্যাপার।’

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত