ইউএস ওপেন ২০২৫

সেমিফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪৪
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ২০

ইউএস ওপেনের চলমান আসর জমে গেছে। জমিয়ে তুলেছেন দুই তারকা খেলোয়াড় নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। দুইজনই কোয়ার্টারের গন্ডি পেরিয়ে পা রেখেছেন সেমিফাইনালে। তাতে প্রথম সেমিফাইনালেই আরেকবার দর্শকরা দেখতে পাবেন আলকারাজ বনাম জোকোভিচ মহারণ।

বিজ্ঞাপন

মঙ্গলবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে আমেরিকান টেনিস তারকা টেইলর ফ্রিটজকে ৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন সার্বিয়ান কিংবদন্তি। এই জয়ে ক্যারিয়ারে ১৪তমবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন জোকোভিচ।

অন্যদিকে, শেষ চার নিশ্চিতের র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা আলকারাজ হারিয়েছেন জিরি লেহেককে। সরাসরি সেটে ৬-৪, ৬-২, ৬-৪ গেমে লেহেককে উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ তরুণ। এবারের ইউএস ওপেনে এখন পর্যন্ত একটি সেটও হারেননি আলকারাজ। সেমিফাইনালেও সেই ধারা ধরে রাখার চ্যালেঞ্জ তার সামনে।

আগামী ৬ সেপ্টেম্বর আর্থার অ্যাশলে স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে আলকারাজের বিপক্ষে নামবেন রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা জোকোভিচ।

মেয়েদের এককে লড়াই ছাড়াই সেমিফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ও র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আরিনা সাবেলঙ্কা। হাঁটুর চোটের কারণে কোয়ার্টার ফাইনালে তার মুখোমুখি হওয়া থেকে সরে দাঁড়ান চেক প্রজাতন্ত্রের মারকেতা ভন্দ্রুসোভা। সেমিতে তার প্রতিপক্ষ জাপানের নাওমি ওসাকা।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত