প্রথমার্ধের পর এই ম্যাচে চেলসির পক্ষে বাজি ধরার মতো কেউ ছিল না। তবে দ্বিতীয়ার্ধেই ফুটবলের অনিশ্চয়তার প্রবাদ বুঝিয়ে দিল এনজো মারেস্কার দল। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া চেলসি ম্যাচ শেষ করল ২-২ ড্রতে! দ্বিতীয়ার্ধে দুই গোল করে চেলসিকে এক পয়েন্ট এনে দিয়েছেন রিচি জেমস ও জোয়াও পেদ্রো। নিউক্যাসলের হয়ে গোল দুটি করেছেন নিক ওল্টেমেড। এই ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের চারেই রইল চেলসি। এগিয়েছে নিউক্যাসল, তারা ১ পয়েন্ট নিয়ে উঠেছে ১১ নম্বরে।
নিজেদের মাঠে সেন্ট জেমস পার্কে ম্যাচের চার মিনিটের মাথায় ডান দিক দিয়ে আক্রমণে উঠে দলকে এগিয়ে নেন ওল্টেমেড। আচমকা গোল খেয়ে হতবাক হয়ে যায় চেলসি। এদিকে গোল পেয়ে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় নিউক্যাসল। তারই ধারায় ম্যাচের ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওল্টেমেড। অ্যান্তোনিও গর্ডনের সাজানো পাস পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার। অফসাইডের ফাঁদ নিয়ে সন্দিহান থাকলেও ভিএআর দেখে গোলের সংকেত দেন রেফারি। বিরতির আগে ব্যবধান একই থেকে যায়।
বিরতির পর ঘুরে দাঁড়ায় চেলসি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেয়। তাতে ৪৯ মিনিটে এক গোল শোধ করেন রিচি জেমস। মাঠের দিক থেকে সরাসরি ফ্রি কিকে জাল খুঁজে নেন চেলসি তারকা। গোল পেয়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় চেলসি। প্রতিপক্ষের রক্ষণে হামলে পড়ে ধারাবাহিকতা ধরে রেখে ৬৫ মিনিটে সমতা ফেরায় মারেস্কার দল। রবার্তো সানজেচের কাছ থেকে দ্রুতগতির পাস পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে সমতায় ফেরান জোয়াও পেদ্রো। এরপর যোগ করা ৫ মিনিট সময়ে সমানে সমান লড়াই চলে। তাতে ব্যবধান একই থাকায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

