টানা ছয় ম্যাচে অপরাজেয় থাকার পর বাংলাদেশ ফুটবল লিগে থামল বসুন্ধরা কিংসের জয়রথ। আজ বাংলাদেশ পুলিশ এফসির কাছে ২-১ গোলে হারল কিংস। একই দিন জিততে পারেনি মোহামেডানও। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। অপর ম্যাচে ফর্টিস এফসি ৩-০ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে। ৭ ম্যাচ খেলে তাদের অর্জন ১৪ পয়েন্ট।
হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে কিংস। তাদের অর্জন সর্বোচ্চ ১৬ পয়েন্ট। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে বাংলাদেশ পুলিশ। টেবিলে ছয় নম্বরে থাকা মোহামেডানের অর্জন ৮ পয়েন্ট। টেবিলের তলানিতে থাকা আরামবাগ ও ফকিরেরপুলের অর্জন ৫ পয়েন্ট করে।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে খেলার শুরুতেই গোল হজম করে বসে বসুন্ধরা কিংস। তিন মিনিটেই সবাইকে চমকে দিয়ে গোল করেন পুলিশের রাব্বী হোসেন রাহুল। ওরগিয়েন তিসেরাংয়ের পাসে বল পেয়ে নিখুঁত কোনাকুনি শটে গোল করেন এই ফরোয়ার্ড। এরপর পুলিশের রক্ষণভাগে চাপ বাড়িয়ে ম্যাচে ফেরে কিংস।
৩২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে আনন্দের উপলক্ষ পায় তারা। বক্সের ভেতর থেকে দারুণ প্লেসিং শটে গোল করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। এ লিগে পাঁচ গোল হলো তার। বিরতির পর দুদলের ম্যাচটি ড্রয়ের দিকেই গড়াচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে উগান্ডার মিডফিল্ডার শাফিক কাগিমু গোল করে পুলিশকে নাটকীয় জয় এনে দেন।
কুমিল্লায় অপর ম্যাচে ২৫ মিনিটে মেহেদী হাসান মিঠুর গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। ৩৯ মিনিটে আমির হাকিম বাপ্পী গোল করে আরামবাগকে ১-১ সমতায় ফেরান। বক্সের মধ্যে বল পেয়ে কিছুটা জায়গা করে নিয়ে বাম পায়ের জোরাল শটে বল জড়িয়ে দেন এই ফরোয়ার্ড। বিরতির পর আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মোহামেডান ও আরামবাগ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

