বিশ্বকাপ হকি দলের ক্যাম্প শুরু
স্পোর্টস রিপোর্টার
আগামী নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ সামনে রেখে গতকাল শনিবার শুরু হয়েছে বাংলাদেশ দলের ক্যাম্প। বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে অনূর্ধ্ব-১৯ হকি দল। তাই বাড়তি রোমাঞ্চ কাজ করছে খেলোয়াড়দের মধ্যে। আজ বিকাল ৫টায় হাজির মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম ক্যাম্পে রিপোর্ট করেন খেলোয়াড়রা।
স্থানীয় দুই কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে টার্ফে শুরু হয়েছে অনুশীলন। আগামী আগস্টের প্রথম সপ্তাহে ডাচ কোচ সেইগফ্রেড আইকম্যান ঢাকায় আসবেন। তবে তিনি দলের দায়িত্ব নেবেন ১ সেপ্টেম্বর থেকে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘আগস্টের প্রথম সপ্তাহে ঢাকায় এলেও ফের চলে যাবেন বিশ্ব হকি ফেডারেশনে (এফআইএইচ)। তবে আবার আসবেন মাসের শেষ দিকে।’
ভারতের চেন্নাইয়ের মাদুরাতে ১০ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৯ হকি বিশ্বকাপ। এ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ৪৫ জনের মধ্যে ৪৪ জনই হলেন বিকেএসপির। একমাত্র নাজমুস সাবিদের উঠে এসেছেন ওস্তাদ ফজলু হকি একাডেমি থেকে। প্রয়াত ওস্তাদ ফজলুর পুরোনো ঢাকার এই একাডেমি থেকে এসে দ্বিতীয় বিভাগ হকিতে খেলেছেন সাবিদ। ইয়াংস্টার ক্লাবের হয়ে ১২ গোল করে সেরা গোলদাতা হয়েছিলেন। দলকেও চ্যাম্পিয়ন করিয়েছেন। হয়তো সেই সুবাদেই সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-২১ দলে।
সাবিদ বলেন, ‘বাবা ও বড় ভাইয়ের পথ ধরে আমি হকিতে এসেছি। ওস্তাদ ফজলুর কাছেই হাতে খড়ি আমার। এরপর ধীরে ধীরে দ্বিতীয় বিভাগে খেলেছি। সেরা গোলদাতাও হয়েছি বর্ণক সমাজের বিপক্ষে।’ হকির জীবন্ত কিংবদন্তি রাসেল মাহমুদ জিমির এলাকার ভাতিজা সাবিদ আরো বলেন, ‘এবারই প্রথম জাতীয় কোনো দলে সুযোগ পেয়েছি। খুব ভালো লাগছে। আশা করি, দেশের জন্য সম্মান বয়ে আনতে পারব।’
অন্যদিকে, বিশ্বকাপের জন্য প্রচুর অর্থের প্রয়োজন বলে জানান রিয়াজুল হাসান। তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টের জন্য আমাদের সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকার প্রয়োজন। ক্রীড়া পরিষদে আমরা বাজেট দিয়েছি।’
আগামী নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ সামনে রেখে গতকাল শনিবার শুরু হয়েছে বাংলাদেশ দলের ক্যাম্প। বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে অনূর্ধ্ব-১৯ হকি দল। তাই বাড়তি রোমাঞ্চ কাজ করছে খেলোয়াড়দের মধ্যে। আজ বিকাল ৫টায় হাজির মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম ক্যাম্পে রিপোর্ট করেন খেলোয়াড়রা।
স্থানীয় দুই কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে টার্ফে শুরু হয়েছে অনুশীলন। আগামী আগস্টের প্রথম সপ্তাহে ডাচ কোচ সেইগফ্রেড আইকম্যান ঢাকায় আসবেন। তবে তিনি দলের দায়িত্ব নেবেন ১ সেপ্টেম্বর থেকে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘আগস্টের প্রথম সপ্তাহে ঢাকায় এলেও ফের চলে যাবেন বিশ্ব হকি ফেডারেশনে (এফআইএইচ)। তবে আবার আসবেন মাসের শেষ দিকে।’
ভারতের চেন্নাইয়ের মাদুরাতে ১০ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৯ হকি বিশ্বকাপ। এ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ৪৫ জনের মধ্যে ৪৪ জনই হলেন বিকেএসপির। একমাত্র নাজমুস সাবিদের উঠে এসেছেন ওস্তাদ ফজলু হকি একাডেমি থেকে। প্রয়াত ওস্তাদ ফজলুর পুরোনো ঢাকার এই একাডেমি থেকে এসে দ্বিতীয় বিভাগ হকিতে খেলেছেন সাবিদ। ইয়াংস্টার ক্লাবের হয়ে ১২ গোল করে সেরা গোলদাতা হয়েছিলেন। দলকেও চ্যাম্পিয়ন করিয়েছেন। হয়তো সেই সুবাদেই সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-২১ দলে।
সাবিদ বলেন, ‘বাবা ও বড় ভাইয়ের পথ ধরে আমি হকিতে এসেছি। ওস্তাদ ফজলুর কাছেই হাতে খড়ি আমার। এরপর ধীরে ধীরে দ্বিতীয় বিভাগে খেলেছি। সেরা গোলদাতাও হয়েছি বর্ণক সমাজের বিপক্ষে।’ হকির জীবন্ত কিংবদন্তি রাসেল মাহমুদ জিমির এলাকার ভাতিজা সাবিদ আরো বলেন, ‘এবারই প্রথম জাতীয় কোনো দলে সুযোগ পেয়েছি। খুব ভালো লাগছে। আশা করি, দেশের জন্য সম্মান বয়ে আনতে পারব।’
অন্যদিকে, বিশ্বকাপের জন্য প্রচুর অর্থের প্রয়োজন বলে জানান রিয়াজুল হাসান। তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টের জন্য আমাদের সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকার প্রয়োজন। ক্রীড়া পরিষদে আমরা বাজেট দিয়েছি।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে