তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের দিকে এক পা এগিয়ে রেখেছিল আফগানিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ধারাবাহিকতা ধরে রাখল রশিদ খানের দল। মুজিব উর রহমানের হ্যাটট্রিকে ৩৯ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ বাগিয়ে নিল আফগানরা।
দুবাইয়ে আগে ব্যাট করে ২০ ওভারে আফগানিস্তান তোলে ১৮৯ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫০ রানে গুটিয়ে যায় সাত বল বাকি থাকতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দ্বিতীয় ও তিনটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজের দুটিই জিতল আফগানিস্তান।
আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন দারওয়াইশ রাসুলি। তার ৩৯ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কায়। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে ৫৩ রান করেন সেদিকউল্লাহ অটল। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৭১ বলে ১১৫ রানের জুটি।
রান তাড়ায় নেমে ব্র্যান্ডন কিং ও শিমরন হেটমায়ারের পঞ্চাশোর্ধ জুটি ওয়েস্ট ইন্ডিজকে আশা দেখালেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে উইন্ডিজ। বল হাতে হ্যাটট্রিকসহ চার ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ মুজিব।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ২০ ওভারে ১৮৯/৪ (রাসুলি ৬৮, সেদিকউল্লাহ ৫৩, ওমরজাই ২৬; ফোর্ড ২/২৫, শামার ১/৩৫)
ওয়েস্ট ইন্ডিজ : ১৮.৫ ওভারে ১৫০ (কিং ৫০, হেটমায়ার ৪৬, পিয়ের ১১; মুজিব ৪/২১, ওমরজাই ২/২০)
ফল : আফগানিস্তান ৩৯ রানে জয়ী
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে আফগানিস্তান
ম্যান অব দ্য ম্যাচ : মুজিব উর রহমান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

