প্রথম দিনেই পড়েছিল ১৯ উইকেট। দ্বিতীয় দিন সকালেই নাথান লায়ন-ব্রেন্ডন ডগেট জুটিকে দ্রুত ফিরিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৩২ রানে গুটিয়ে দিল ইংল্যান্ড। তাতে প্রথম ইনিংসে ৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড।
দুদলই প্রথম ইনিংসে দুইশর আগে অলআউট হয়ে কয়েকটি রেকর্ডের ভাগিদার হয়েছে। গতকাল প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। অ্যাশেজে শেষবার দুই দলই প্রথম ইনিংসে ২০০ রানের নিচে অলআউট হয়েছিল ৩৫ বছর আগে, ১৯৯০-৯১ মৌসুমে, গ্যাবা টেস্টে।
অস্ট্রেলিয়ার ১৩২ রান গত দেড় দশকে ঘরের মাঠে তাদের দ্বিতীয় সর্বনিম্ন প্রথম ইনিংস। এর আগে ২০১০-১১ মৌসুমে ৯৮ রানে অলআউট হয়েছিল অজিরা। এই ম্যাচে স্টোকস ২৩ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ইংলিশ অধিনায়কের সেরা বোলিংয়ের রেকর্ড দখল করেছেন।
দুই দল প্রথম ইনিংসে মোট ব্যাট করেছে ৭৮.১ ওভার। অ্যাশেজের ইতিহাসে যা সম্মিলিতভাবে ছোট ইনিংসের দিক দিয়ে দ্বিতীয়। এর আগে দুদলের প্রথম ইনিংস মিলিয়ে সবচেয়ে কম ওভার লেগেছিল কেবল মেলবোর্ন। রেকর্ডটি হয়েছিল গত শতাব্দীতে, ১৯০২ সালে (৪৭.৫ ওভার)।
পার্থ টেস্ট
অজিদের গুটিয়ে এগিয়ে ইংল্যান্ড, রেকর্ডের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক

প্রথম দিনেই পড়েছিল ১৯ উইকেট। দ্বিতীয় দিন সকালেই নাথান লায়ন-ব্রেন্ডন ডগেট জুটিকে দ্রুত ফিরিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৩২ রানে গুটিয়ে দিল ইংল্যান্ড। তাতে প্রথম ইনিংসে ৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড।
দুদলই প্রথম ইনিংসে দুইশর আগে অলআউট হয়ে কয়েকটি রেকর্ডের ভাগিদার হয়েছে। গতকাল প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। অ্যাশেজে শেষবার দুই দলই প্রথম ইনিংসে ২০০ রানের নিচে অলআউট হয়েছিল ৩৫ বছর আগে, ১৯৯০-৯১ মৌসুমে, গ্যাবা টেস্টে।
অস্ট্রেলিয়ার ১৩২ রান গত দেড় দশকে ঘরের মাঠে তাদের দ্বিতীয় সর্বনিম্ন প্রথম ইনিংস। এর আগে ২০১০-১১ মৌসুমে ৯৮ রানে অলআউট হয়েছিল অজিরা। এই ম্যাচে স্টোকস ২৩ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ইংলিশ অধিনায়কের সেরা বোলিংয়ের রেকর্ড দখল করেছেন।
দুই দল প্রথম ইনিংসে মোট ব্যাট করেছে ৭৮.১ ওভার। অ্যাশেজের ইতিহাসে যা সম্মিলিতভাবে ছোট ইনিংসের দিক দিয়ে দ্বিতীয়। এর আগে দুদলের প্রথম ইনিংস মিলিয়ে সবচেয়ে কম ওভার লেগেছিল কেবল মেলবোর্ন। রেকর্ডটি হয়েছিল গত শতাব্দীতে, ১৯০২ সালে (৪৭.৫ ওভার)।
