বাংলাদেশ সফর

আইরিশ টেস্ট টিমে চার নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৫: ০০
অ‍্যান্ড্রু বালবার্নি

চমক রেখে টেস্ট দল ঘোষণা করেছে আয়ারল‍্যান্ড। চার নতুন মুখ নিয়ে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আইরিশরা। দলে চার নতুন মুখ চ‍্যাড কারমাইকেল, লিয়াম ম‍্যাককার্থি, জর্ডান নিল ও স্টিভেন ডোহেনি। সবশেষ তিন টেস্টে জেতা টিমটিতে রয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা আরো একজন। তিনি আর কেউ নন লেগ স্পিনার গ‍্যাভিন হোয়ে।

বিজ্ঞাপন

ক্রিকেট আয়ারল‍্যান্ড গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন‍্য ১৫ সদস‍্যের টেস্ট দল দিয়েছে। সঙ্গে জানিয়েছে টি-টোয়েন্টি টিমও। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে একটি টেস্টই খেলেছে আয়ারল‍্যান্ড। সেটা আবার ২০২৩ সালের এপ্রিলে। ৭ উইকেটে হেরে গিয়েছিল আইরিশরা সে ম্যাচে। ওই টিমের সাতজন ক্রিকেটার ডাক পেয়েছেন এবারের সফরে।

হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরেছেন মার্ক অ‍্যাডায়ার। তবে খেলবেন শুধু টি-টোয়েন্টি সিরিজে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ফিরেছেন পেসার জশ লিটলও। এবারের সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল‍্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। পরে দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় মাঠে গড়াবে ১৯ নভেম্বর।

চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর হবে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ২ ডিসেম্বর।

টেস্ট দল : অ‍্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক‍্যাম্ফার, চ‍্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ‍্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম‍্যাথু হামফ্রিজ, অ‍্যান্ডি ম‍্যাকব্রিন, ব‍্যারি ম‍্যাককার্থি, লিয়াম ম‍্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ‍্যারি টেক্টর, লর্কান টাকার ও ক্রেইগ ইয়াং।

টি-টোয়েন্টি দল : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ‍্যাডায়ার, রস অ‍্যাডায়ার, বেন কালিৎজ, কার্টিস ক‍্যাম্ফার, গ‍্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম‍্যাথু হামফ্রিজ, জশ লিটল, ব‍্যারি ম‍্যাককার্থি, হ‍্যারি টেক্টর, টিম টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত