টেস্টকে গুডবাই বললেন কিং কোহলি

‘সত্যিকারের কিংবদন্তি’ কোহলির কাছে টেস্ট ঋণী

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৫: ০০

খেলোয়াড়ি জীবনেই কিংবদন্তি বনে গিয়েছিলেন শচিন টেন্ডুকার। ‘লিটল মাস্টার’-পরবর্তী যুগে তার দেখানো পথে হেঁটেছেন বিরাট কোহলিও। শচিন অধ্যায়ের পর ভারতীয় ক্রিকেটে শুরু কোহলি যুগ। ক্রিকেট মাঠে ব্যাটিং ঝলক দেখিয়ে কিং কোহলি নিজেকে পৌঁছে দিয়েছেন জীবন্ত কিংবদন্তিদের কাতারে। সাফল্যকে সঙ্গী করে ক্রীড়াপ্রেমীদের হৃদয়ের ছোট্ট কোণে জায়গা করে নিয়েছেন এই ব্যাটিং জাদুকর। শচিনের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হলেন কোহলি। এই সুপারস্টারকে আর টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দ্যুতি ছড়াতে দেখা যাবে না। কেননা, ১৪ বছরের বর্ণাঢ্য লাল বলের ক্রিকেট ক্যারিয়ারকে ভারতীয় ক্রিকেটের এ পোস্টারবয় আনুষ্ঠানিকভাবে ‘না’ বলে দিয়েছেন অবশেষে।

বিজ্ঞাপন


ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে কোহলি সরে দাঁড়াচ্ছেন। খবরটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অধিনায়ক রোহিত শর্মার অবসর নেওয়ার পর আর বসে থাকলেন না কোহলি। ক্রিকেটের এলিট সংস্করণকে গুডবাই বলে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারও। নিজের অবসরের কঠিন সিদ্ধান্তটা কোহলি গতকাল সোমবার জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এও শোনা যাচ্ছিল, তারুণ্যনির্ভর ভারতীয় টিমে গাইড হিসেবে কোহলিকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু তিনি বোর্ডের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। আগেই জানিয়ে দেওয়া নিজের সিদ্ধান্তেই অটল থাকেন ভারতের সাবেক এই সফল অধিনায়ক।


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণ থেকে অবসর নেন কোহলি। তবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্ট আইপিএলে খেলে যাচ্ছেন। তার মানে এখন কেবল আন্তর্জাতিক ক্রিকেটের একদিনের ফরম্যাটে দেখা যাবে ৩৬ বছরের ব্যাপক জনপ্রিয় এ ক্রিকেটারকে। ওয়ানডেতেই তার রেকর্ড সবচেয়ে সমৃদ্ধ।

ইংল্যান্ড সফরে কোহলিকে চেয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। কিন্তু সাম্প্রতিক সময়ে নিজের পারফরম্যান্স তৃপ্তিদায়ক ছিল না। এ কারণে বোর্ডের সঙ্গে আলোচনা করে সাফ জানিয়ে দেন, তার সরে যাওয়ার সঠিক সময় এখনই। তাইতো বিদায়ী বার্তায় টেস্ট ক্রিকেটে নিজের সন্তুষ্টি আর ভালোবাসার কথা জানিয়ে কোহলি লেখেন, ‘টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু (ক্যাপ) মাথায় চাপানোর পর পেরিয়ে গেছে ১৪ বছর। সত্যি বলতে কখনো কল্পনা করতে পারিনি এই সংস্করণ এমন পথচলায় আমাকে এগিয়ে নেবে। এটা আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়ে দিয়েছে এবং শিক্ষা দিয়েছে- যা আমি বয়ে নেব আজীবন। সাদা পোশাকে খেলার ব্যাপারটি ছিল আমার হৃদয়ের একান্তই কাছাকাছি। নিঃশব্দে নিজেকে ভেঙে গড়া, দীর্ঘ দিনগুলো এবং ছোট ছোট মুহূর্ত, যা কখনো কেউ দেখে না, কিন্তু নিজের সঙ্গে রয়ে যায় চিরদিন।’

কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে কোহলি সঙ্গে যোগ করেন, ‘এই সংস্করণ থেকে আমার এই সরে যাওয়া সহজ নয়, তবে মনে হচ্ছে সঠিক। এখানে আমার সবটুকু উজাড় করে দিয়েছি এবং এটা আমাকে ফিরিয়ে দিয়েছে প্রত্যাশার চেয়েও বেশি কিছু। কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে সরে যাচ্ছি আমি খেলাটির প্রতি, মাঠে যাদের সঙ্গে নেমেছি, তাদের প্রতি এবং প্রতিটি মানুষের জন্য, এই পথচলায় যারা আমাকে স্বীকৃতির অনুভূতি দিয়েছেন।’


মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর ভারতের নিয়মিত অধিনায়ক হয়ে যান কোহলি। নেতৃত্বে বেশ সাফল্যও পেয়েছেন। তার অধিনায়কত্বে ৬৮ টেস্ট খেলে নিজেদের ইতিহাসের রেকর্ড ৪০টি ম্যাচ জেতে ভারত। হার মেনেছে মাত্র ১৭টিতে। আগ্রাসী ক্রিকেটের সঙ্গে আগ্রাসী নেতৃত্বে ভারতের ক্রিকেটের নতুন গৌরবময় অধ্যায়ের সূচনা করেছিলেন কোহলি।


ভারতের জার্সিতে রেকর্ড ৭টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে তার নামের পাশে রয়েছে ২০টি সেঞ্চুরি আর ৫ হাজার ৮৬৪ রান। এই কীর্তির কাছাকাছি কেউ নেই ভারতের টেস্ট ইতিহাসে। সব মিলিয়ে ১২৩ টেস্ট খেলে ৩০টি সেঞ্চুরি আর ৩১টি হাফ সেঞ্চুরির সঙ্গে ৯ হাজার ২৩০ রান নিয়ে বর্ণিল টেস্ট ক্যারিয়ার শেষ করলেন। যেখানে ৫৫.৫৭ স্ট্রাইক রেটে কোহলির ব্যাটিং গড় ৪৬.৮৫।

বিদায় বেলায় কোহলিকে ভালোবাসায় সিক্ত করেছেন সঞ্জয় মাঞ্জরেকার। আধুনিক ক্রিকেটের ‘ব্র্যান্ড’ হিসেবে অভিহিত করেছেন ভারতের এ ধারাভাষ্যকার, ‘আধুনিক ক্রিকেট যুগের সবচেয়ে বড় ব্র্যান্ড, যে ক্রিকেটের সবচেয়ে পুরোনো সংস্করণকে নিজের সবকিছু উজাড় করে দিয়েছে। টেস্ট ক্রিকেট সেজন্য বিরাট কোহলির কাছে ঋণী।’


নিজের ঘনিষ্ঠ বন্ধু দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের চোখে কোহলি সত্যিকারের কিংবদন্তি, ‘এই মহাকাব্যিক টেস্ট ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন আমার বিস্কোটি। তোমার দৃঢ়তা ও দক্ষতা সব সময় আমাকে অনুপ্রাণিত করে। সত্যিকারের কিংবদন্তি তুমি।’

পাঁচ দিন আগে টেস্ট থেকে অবসরে চলে গেছেন ভারতের মারকুটে উদ্বোধনী ব্যাটার রোহিত শর্মা। দুজনকে স্যালুট জানিয়ে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘সাদা পোশাকে অবিশ্বাস্য অবদান রাখার জন্য ও কোটি মানুষকে অনুপ্রাণিত করার জন্য এই দুই কিংবদন্তি ক্রিকেটারকে টুপি খোলা সম্মান জানাই। অভিনন্দন ও টেস্ট ক্রিকেট থেকে অবসর হোক আনন্দময়।’

টেস্ট ক্যারিয়ার
ম্যাচ : ১২৩
রান : ৯২৩০
ব্যক্তিগত সর্বোচ্চ : ২৫৪*
ব্যাটিং গড় : ৪৬.৮৫
স্ট্রাইক রেট : ৫৫.৫৭
সেঞ্চুরি : ৩০
হাফ সেঞ্চুরি : ৩১
বাউন্ডারি: ১০২৭
ছক্কা : ৩০

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত