ব্যাটারদের দায় দিচ্ছেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২: ১৭
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২: ১৮

ইতিহাস গড়তে পারেনি বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ৯৯ রানে হারায় শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো তাদের জন্য। সদ্য শেষ হওয়া সিরিজের ৩ ম্যাচেই অলআউট হয় বাংলাদেশ। সিরিজজুড়ে বড় কোনো জুটি গড়তে পারেননি সফরকারী দলের ব্যাটাররা। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি। সব মিলিয়ে তাই লঙ্কানদের বিপক্ষে সিরিজ হারের জন্য বাজে ব্যাটিংকেই দায় দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

শেষ ওয়ানডে হারের পর মিরাজ বলেন, ‘আমরা ৫০ ওভার ব্যাট করতে পারছি না। এটা অবশ্যই চিন্তার ব্যাপার। সঠিক ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো। মাঝের ওভারগুলোতে যারা খেলে তাদের দায়িত্বটা সব সময়ই বেশি। আমি নিজেও অনেক বল নষ্ট করেছি । এসব নিয়ে কাজ করার জায়গা আছে। আমি এই সিরিজেই দায়িত্ব পেয়েছি। কোথায় উন্নতি করা যায় কোচের সঙ্গে সেসব নিয়ে কথা বলব।’

বিজ্ঞাপন

মিরাজ আরও বলেন, ‘আমাদের ব্যাটাররা উইকেটে সেট হয়েও আউট হয়ে যাচ্ছে। যে ভালো করছে সেই আউট হয়ে যাচ্ছে। আমি আর হৃদয় মোমেন্টাম ধরে ফেলেছিলাম (শেষ ওয়ানডে)। কিন্তু আমার আউট হওয়ার পর শ্রীলঙ্কা মোমেন্টাম পেয়েছে। দুজন ব্যাটার স্ট্রাইক রোটেড করে কিভাবে কম ঝুঁকি নিয়ে খেলা যায় সেটা নিয়ে কাজ করতে হবে। কারণ বেশি ঝুঁকি নিলে আউট হওয়ার সম্ভাবনা থাকে। এসব নিয়ে আমাদের কাজ করতে হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত