ঢাকায় আসছেন ব্রাজিলের কাফু

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯: ০০

আগামী ১১ ডিসেম্বর ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। আগামী ৫-১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল টুর্নামেন্ট খেলতে ঢাকায় আসছে। এই দুই ক্লাবের দলের সঙ্গে বাংলাদেশের একটি বয়সভিত্তিক দলও খেলবে। টুর্নামেন্টের সমাপণী দিনে পুরস্কার প্রদান করবেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু।

গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এএফবির ম্যানেজিং ডাইরেক্টর এম.ডি আসাদুজ্জামান হারুন বলেন, ‘কাফুর বাংলাদেশের ভিসা হয়েছে, টিকিটও কনফার্ম। ১১ ডিসেম্বর সকালে ঢাকায় আসবেন। আমাদের সঙ্গে চুক্তিও হয়েছে। একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেটা আপনারা দেখেছেনও। আশা করছি, তিনি আসবেন। ব্রাজিলের পাশাপাশি আমরা আর্জেন্টিনা থেকে ওর্তেগা, ক্যানিজিয়া এবং ভেরনকেও আনার চেষ্টা করছি।’ এর আগে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ব্রাজিলের রোনালদিনহো, গোলরক্ষক জুলিও সিজার ঢাকায় এসেছিলেন।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান হারুন ক্রীড়াঙ্গনে পরিচিত পেশাদার বক্সিং আয়োজন করে। তার অধীনে ঢাকায় গত কয়েক বছরে আন্তর্জাতিক পেশাদার বক্সিং হয়েছে কয়েকটি। হঠাৎ ফুটবলের এমন উদ্যোগ নেয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘মানুষ পরিচিতি চায়। সেটা ভেবেই আমি এটা করছি। ঢাকার মাটিতে আর্জেন্টিনা-ব্রাজিলের দল আসছে, সেটা যে স্তরেই হোক। এতে মানুষ আমাকে মনে রাখবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত