আড়াই ঘণ্টা পর টঙ্গীতে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৪: ৪২
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৫: ০১

গাজীপুরের টঙ্গীর তুলার গুদামে ভয়াবহ আগুন দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসকর্মীরা। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মিলগেট শহীদ সুন্দর আলী সড়কে তুলা তৈরির গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, গাজীপুরের ভোগড়া, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মিলগেট বাজারের ব্যবসায়ীরা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস সাত্তারের তুলার গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিন ও চায়না গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে তুলা তৈরির কাঁচামাল, তৈরিকৃত তুলা, আসবাব ও মেশিনপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোনের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটগুলো পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিট তাদের সাথে যোগ দেয়। দুপুর ১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। তুলার গুদামের আগুন সম্পূর্ণ নির্বাপণে সময় বেশি লাগে। এছাড়াও ঘটনাস্থলের আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে সময় বেশি লেগেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত