এশিয়ান আর্চারিতে লড়বেন আলিফ-সাগর-শিমুরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২০: ৫৬

ভাগ্য পরিবর্তনের জন্য রোমান সানা ও দিয়া সিদ্দিকীরা বিদেশে চলে গেছেন। এশিয়ান আর্চারিতে বাংলাদেশ দলে তাদের শূন্যস্থান পূরণ করবেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম, সিমা আক্তার শিমুরা।

চার বছর পর আবার এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বাংলাদেশ। আজ ১৬ জনের আর্চারি দল ঘোষণা করেছে ফেডারেশন। আসন্ন আসরে পদকের জয়ের দায়িত্ব থাকছে আলিফ-সাগর-শিমুদের কাঁধে। আগামী ৮-১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়াম হবে এশিয়ান আর্চারি।

বিজ্ঞাপন

বাংলাদেশ আর্চারি দল

রিকার্ভ পুরুষ : আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম, মোহাম্মদ রাকিব মিয়া ও রাম কৃষ্ণ সাহা.

রিকার্ভ নারী : সিমা আক্তার শিমু, মোছাম্মাৎ ইতি খাতুন, সোনালি রায় ও মোসাম্মাৎ আরভি আক্তার.

কম্পাউন্ড পুরুষ : মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মাদ আসিফ মাহমুদ.

কম্পাউন্ড নারী : বন্যা আক্তার, পুষ্পিতা জামান, মোছাম্মাৎ কুমসুম খাতুন ও মিথিলা আক্তার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত